West Bengal Student Credit Card Scheme 2021 | WB Student Credit Card Official Website
সুপ্রভাত বন্ধুরা,
আজকে তোমাদের সাথে আলোচনা করবো ওয়েস্ট বেঙ্গলের CM মমতা ব্যানার্জী দ্বারা ঘোষণা করা নতুন স্কিম সমন্ধে যা হলো West Bengal Student Credit Card Scheme 2021 | WB Student Credit Card Official Website.
এই প্রকল্প বা স্কিম প্রধান উদ্দেশ্য হলো, বর্তমানে পড়াশোনার খরচ এতো বেশি যে Student দের উচ্চশিক্ষার ইচ্ছা থাকলেউ তা পূরণ করা নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবার তার সন্তানের সেই উচ্চশিক্ষার ইচ্ছা পূরণ করতে পারে না তাই পড়ুয়াদের পড়াশোনার খরচ যাতে বাবা মায়ের উপর না আসে এবং পড়ুয়ারা যেন উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়। এই উদ্দ্যেশ নিয়ে পশ্চিমবঙ্গ সরকার তথা মমতা ব্যানার্জী এই Student Credit Card প্রকল্প চালু করছেন।
I am delighted to announce that GoWB has launched the #StudentCreditCard today.
— Mamata Banerjee (@MamataOfficial) June 30, 2021
To make the youth of Bengal self-reliant, the Scheme shall provide a loan of up to ₹10 Lakh with an annual simple interest. (1/2)
▦ Details About West Bengal Student Credit Card Scheme- স্টুডেন্ট ক্রেডিট কার্ড সমন্ধে কিছু তত্থ
পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখমন্ত্রী মমতা ব্যানার্জী গত 24শে জুন 2021 এই প্রকল্পের সিদ্ধান্ত নিয়েছেন। এই West Bengal Student Credit Card Scheme 2021 সাধারণত দশম ক্লাসের পর থেকে উচ্চশিক্ষায় শিক্ষিত হবার জন্য ১০লক্ষ টাকা লোন হিসাবে পাওয়া যাবে, সেই লোন শিক্ষাথীরা ১০বছর ধরে পরিশোধ করতে পারবে। শিক্ষাথীরা এই লোন শুধুমাত্র ভারতে নয় বিদেশে পড়াশোনার জন্য খরচ করতে পারবে।
▦ কবে থেকে চালু হচ্ছে Student Credit Card?
এই বিষয়য়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন ৩০জুন ২০২১ সাল থেকে এই West Bengal Student Credit Card Scheme 2021 এর West Bengal Student Credit Card Scheme 2021 অনলাইন আবেদন চালু হবে।
▦ কারা নিতে পারবে এই সুবিধা
মাননীয় মুখমন্ত্রী মমতা ব্যানার্জী জানিয়েছেন সাধারণত দশম ক্লাসের পর থেকে উচ্চশিক্ষায় শিক্ষিত হবার জন্য ১০লক্ষ টাকা লোন হিসাবে পাওয়া যাবে, সেই লোন শিক্ষাথীরা ১৫বছর ধরে পরিশোধ করতে পারবে। শিক্ষাথীরা এই লোন শুধুমাত্র ভারতে নয় বিদেশে পড়াশোনার জন্য খরচ করতে পারবে। আর এই লোন ১৮ বছর থেকে ৪০ বছর পর্যন্ত শিক্ষাথীরা নিতে পারবে।
▦কোন কোন শিক্ষার জন্য Student Credit Card পাওয়া যাবে
সাধারণত 10 Class এর পর থেকে প্রায় সমস্ত উচ্চশিক্ষার জন্য এই Student Credit Card Scheme 2021 আপনি Apply করতে পারেন। তাও আপনাদের সুবিদার্থে নিচে List করে কিছু কোর্সের নাম দেওয়া হলো।
- স্নাতক
- স্নাতকোত্তর
- ডক্টরেট
- পোস্ট ডক্টরেট
- গবেষণার
বিভিন্ন ধরণের কম্পিটিটিভ বা চাকরির পরীক্ষার ক্ষেত্রেও এই ঋণ পাওয়া যাবে। এছাড়াও একটি উচ্চশিক্ষার জন্য যাবতীয় যা খরজ যেমন বই-খাতা, টিউশন ফি, হোস্টেল ফি, কম্পিউটার বা ল্যাপটপ ইত্যাদি কেনার ক্ষেত্রেও এই ঋণ পাওয়া যাবে।
▦ কি ভাবে এই Loan বা ঋণ পরিশোধ করবেন
এই যোজনার মাধ্যমে Student's সর্বাধিক ১০লক্ষ টাকা পর্যন্ত লোন পাবে। যা সেই Student কে 4% সুদের হরে ১৫ বছরের মধ্যে পরিশোধ করতে হবে।
▦ Eligibility Criteria Of West Bengal Student Credit Card Scheme 2021
পশ্চিমবঙ্গ সরকার সাধারণত তিনটি শর্ত বার্ধতামূক করেছে এই West Bengal Student Credit Card Scheme 2021 এর জন্য, সেই শর্ত গুলি কি চলুন দেখা নেওয়া যাক।
- আবেদন কারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- আবেদন কারীকে কমপক্ষে ১০ বছরের জন্য পশ্চিমবঙ্গে থাকতে হবে।
- আবেদনকারীর বয়স ১৮ থেকে ৪০ বছর এর মধ্যে হতে হবে।
▦ কি কি ডকুমেন্ট লাগবে West Bengal Student Credit Card Scheme 2021 এর জন্য
- আধার কার্ড
- আবাসের শংসাপত্র
- বয়স প্রমাণ
- রেশন কার্ড
- আয় শংসাপত্র
- ব্যাংক হিসাব বিবরনী
- মোবাইল নম্বর
- পাসপোর্ট সাইজের ছবি
▦ West Bengal Student Credit Card Scheme 2021 এর আবেদন করার পদ্ধতি
আবেদন প্রক্রিয়াটি হবে পুরোপুরি Online পদ্ধতিতে নিচে West Bengal সরকারের Official Notification দ্বারা আপনারা তা খুব ভালোভাবে বুজতে পারবেন।
Download Official Notification: Click Here