Daily Current Affairs In Bengali 13th August 2021
Daily Current Affairs In Bengali 13th August 2021 |
Current Affairs 13 August 2021
Q.1. সম্প্রতি NASSCOM আয়োজিত Xperience-Al শীর্ষ সম্মেলনে কোন রাজ্য Al Game Changer Award জিতেছে?
a. ওডিশা
b.তেলেঙ্গানা
c. কর্ণাটক
d. এর কোনটিই নয়
তেলেঙ্গানা
Q.2. সম্প্রতি RBI কবে থেকে ATM গুলিতে নগদ শেষ হয়ে যাওয়ার জন্য ব্যাংকগুলিতে জরিমানা আরােপের সিদ্ধান্ত নিয়েছে?
a. 01 Sep 2021
b. 01 Nov 2021
c. 01 Oct 2021
d. এর কোনটিই নয়
01 Oct 2021
Q.3. সম্প্রতি মারবার্গ রোগের প্রথম ঘটনা কোথায় সনাক্ত করা হয়েছে?
a. পেরু
b. গিনি
c. চিলি
d. এর কোনটিই নয়
গিনি
Q.4. সম্প্রতি বিশ্বের সর্বাধিক ডাউনলােড করা অ্যাপ কোনটি হয়ে উঠেছে?
a. twitter
b. facebook
C. TikTok
d. এর কোনটিই নয়
TikTok
Q.5. সম্প্রতি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় (সংশােধনী) বিল 2021 অনুযায়ী কোন রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চল সিন্ধু কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হবে?
a. দিল্লী
b. লাদাখ
c. জম্মু ও কাশ্মীর
d. এর কোনটিই নয়
লাদাখ
Q.6. সম্প্রতি লিওনেল মেসি বার্সেলােনার সাথে চুক্তি শেষ হওয়ার পরে কোন ফুটবল ক্লাবে যােগ দিয়েছেন?
a. চেলসি
b. লিভারপুল
c. প্যারিস সেন্ট জার্মেইন
d. এর কোনটিই নয়
প্যারিস সেন্ট জার্মেইন
Q.7. সম্প্রতি জুলাই মাসের জন্য ICC Player of the Month কে নির্বাচিত হয়েছেন?
a. স্টাফানি টেলর
b. সাকিব আল হাসান
c. উপরের উভয়ই
d. এর কোনটিই নয়
উপরের উভয়ই
Q.8. সম্প্রতি কোন রাজ্য সরকার IT sector এর জন্য রাজীব গান্ধী পুরষ্কার প্রদানের ঘােষণা করেছে?
a. পাঞ্জাব
b. মহারাষ্ট্র
c. রাজস্থান
d. এর কোনটিই নয়
মহারাষ্ট্র
Q.9. সম্প্রতি কোন রাজ্য বন ধন যােজনা-র অধীনে সাতটি জাতীয় পুরষ্কার জিতেছে?
a. ঝাড়খন্ড
b. বিহার
c. নাগাল্যান্ড
d. এর কোনটিই নয়
নাগাল্যান্ড
Q.10. সম্প্রতি প্রকাশিত Global Youth Development Index-এ কোন দেশ শীর্ষে রয়েছে?
a.শ্লোভেনিয়া
b. সিঙ্গাপুর
c. নরওয়ে
d. এর কোনটিই নয়
সিঙ্গাপুর