Daily Current Affairs In Bengali 20th August 2021
Daily Current Affairs In Bengali 20th August 2021 |
Q.1. প্রতি কোন দেশ ভারতে আমদানি ও রপ্তানি বন্ধ করেছে?
A. চীন
B. আফগানিস্তান
C. ইন্দোনেশিয়া
D. এর কোনোটিই নয়
আফগানিস্তান
Q.2. প্রতি কোন বছরের মধ্যে 6 লক্ষ গ্রামকে ইন্টারনেট সংযোগের সাথে যুক্ত করার ঘোষণা করা হয়েছে?
A. 2025
B. 2028
C. 2024
D. এর কোনোটিই নয়
2024
Q.3. সম্প্রতি কোন রাজ্য সরকার রাজীব গান্ধী গ্রামীণ ভূমিহীন কৃষি মজদুর ন্যায় যোজনা চালু করেছে?
A. বিহার
B. ছত্রিশগড়
C. উত্তর প্রদেশ
D. এর কোনোটিই নয়
ছত্রিশগড়
Q.4. সম্প্রতি ভারত কোন দেশের নাগরিকদের জন্য e-visa সুবিধা শুরু করেছে?
A. চীন
B. ফ্রান্স
C. আফগানিস্তান
D. এর কোনোটিই নয়
আফগানিস্তান
Q.5. সম্প্রতি সুডোকু ধাঁধার স্রষ্টা মাকি কাজী প্রয়াত হলেন তিনি কোন দেশের নাগরিক?
A. চীন
B. জাপান
C. দক্ষিণ কোরিয়া
D. এর কোনোটিই নয়
জাপান
Q.6. সম্প্রতি কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তালিবান এবং এর সমর্থনে সমস্ত পোস্ট নিষিদ্ধ করেছে?
A. টুইটার
B. ফেসবুক
C. লিঙ্কডইন
D. এর কোনোটিই নয়
ফেসবুক
Q.7. সম্প্রতি কোন রাজ্য সরকার অষ্টাদশ শতাব্দীর স্বাধীনতা সংগ্রামী সঙ্গোলি রায়ান্নার জন্মবার্ষিকী উদযাপন করেছে?
A.কেরালা
B. তেলেঙ্গানা
C. কর্ণাটক
D. এর কোনোটিই নয়
কর্ণাটক
Q.8. সম্প্রতি টোকিওতে অনুষ্ঠিত প্যারা অলিম্পিক গেমস কতজন ভারতীয় প্যারা অ্যাথলিট অংশ নিতে চলেছেন?
A. 54
B. 65
C. 71
D. এর কোনোটিই নয়
54
Q.9. সম্প্রতি কোন রাজ্য সরকার আগামী দশ বছরের জন্য ভারতীয় হকি দলকে স্পন্সর করার ঘোষণা করেছে?
A. ত্রিপুরা
B. ওডিশা
C. রাজস্থান
D. এর কোনোটিই নয়
ওডিশা
Q.10. সম্প্রতি হাকাইন্দে হিচিলিমা কোন দেশের রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হয়েছেন?
A . মালয়েশিয়া
B . জাম্বিয়া
C . ইন্দোনেশিয়া
D . এর কোনোটিই নয়
জাম্বিয়া