Daily Current Affairs In Bengali 24th August 2021
Daily Current Affairs In Bengali 24th August 2021 |
Q.1.সম্প্রতি কোন রাজ্যে ভারতীয় সেনাবাহিনী 400 কিলোমিটার “জাজবা- ই- তিরাঙ্গা” রিলে ম্যারাথনের আয়োজন করেছে?
A. জম্মু ও কাশ্মীর
B. হিমাচল প্রদেশ
C. রাজস্থান
D. এর কোনোটিই নয়
জম্মু ও কাশ্মীর
Q.2.সম্প্রতি কোন রাজ্যে প্রথম অ্যালকোহল জাদুঘর খোলা হয়েছে?
A. ওডিশা
B. মহারাষ্ট্র
C. গোয়া
D. এর কোনোটিই নয়
গোয়া
Q.3. সম্প্রতি NTPC ভারতের বৃহত্তম ভাসমান SOLAR PV PROJECT কোথায় তৈরি করেছে?
A. গুজরাট
B. অন্ধ্রপ্রদেশ
C. রাজস্থান
D. এর কোনোটিই নয়
অন্ধ্রপ্রদেশ
Q.4. সম্প্রতি প্রহ্লাদ সিং প্যাটেল সাতটি দেশীয় খাদ্যপণ্য কোথায় চালু করেছেন?
A. মহারাষ্ট্র
B. রাজস্থান
C. মনিপুর
D. এর কোনোটিই নয়
মনিপুর
Q.5. সম্প্রতি আজিজুল্লাহ ফজলিকে কোন দেশের ক্রিকেট বোর্ডের কার্যনির্বাহী চেয়ারম্যান হিসাবে নিয়োগ করা হয়েছে?
A. বাংলাদেশ
B. আফগানিস্তান
C. পাকিস্তান
D. এর কোনোটিই নয়
আফগানিস্তান
Q.6. প্রতি কোন রাজ্য সরকার কলেজে ভর্তির জন্য মেয়েদের 20000 টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে?
A. মধ্যপ্রদেশ
B. রাজস্থান
C. হরিয়ানা
D. এর কোনোটিই নয়
মধ্যপ্রদেশ
Q.7. সম্প্রতি ভারতের সর্বোচ্চ উচ্চতার ভেষজ উদ্যান কোথায় উদ্বোধন করা হয়েছে?
A. জম্মু ও কাশ্মীর
B. হিমাচল প্রদেশ
C. উত্তরাখান্ড
D. এর কোনোটিই নয়
উত্তরাখান্ড
Q.8. সম্প্রতি কত বছর বয়সে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং প্রয়াত হলেন?
A. 91
B. 89
C. 92
D. এর কোনোটিই নয়
89
Q.9. সম্প্রতি হুরুন গ্লোবাল 500 মোস্ট ভ্যালুয়েবল কোম্পানির তালিকার শীর্ষে কোন সংস্থা স্থান পেয়েছে?
A. রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ
B. মাইক্রোসফট
C. অ্যাপেল
D. এর কোনোটিই নয়
অ্যাপেল
Q.10. সম্প্রতি অনুর্ধ- 20 অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ- 2021 এ অমিত খাত্রি কোন পদক জিতেছেন?
A. ব্রোঞ্জ
B. সিলভার
C. গোল্ড
D. এর কোনোটিই নয়
সিলভার