Daily Current Affairs In Bengali 25th August 2021
Daily Current Affairs In Bengali 25th August 2021 |
Q.1সম্প্রতি আন্তর্জাতিক ক্রীতদাস বাণিজ্যের কারণ এবং এর বিলুপ্তি দিবস কবে পালন করা হয়েছে?
A. 21 আগস্ট
B. 23 আগস্ট
C. 22 আগস্ট
D. এর কোনোটিই নয়
23 আগস্ট
Q.2. সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী জীবিকা সহায়তা প্রকল্প চালু করেছেন?
A. মহারাষ্ট্র
B. রাজস্থান
C. মনিপুর
D. এর কোনোটিই নয়
মনিপুর
Q.3. সম্প্রতি কোথায় কল্যাণ সিং এর নামে একটি রাস্তার নামকরণ করা হবে?
A. কানপুর
B. গোরক্ষপুর
C. অযোধ্যা
D. এর কোনোটিই নয়
অযোধ্যা
Q.4. সম্প্রতি ওনাম উৎসব কোথায় উদযাপন করা হয়েছে?
A. জম্মু ও কাশ্মীর
B. হিমাচল প্রদেশ
C. কেরালা
D. এর কোনোটিই নয়
কেরালা
Q.5. সম্প্রতি কোন রাজ্য সরকার ক্রীড়াক্ষেত্রে একটি TALENT SEARCH CAMPAIGN শুরু করেছে?
A. হরিয়ানা
B. মধ্যপ্রদেশ
C. মহারাষ্ট্র
D. এর কোনোটিই নয়
মধ্যপ্রদেশ
Q.6.সম্প্রতি কোন রাজ্য সরকার ONORC প্রকল্পের সুবিধা শুরু করেছে?
A. আসাম
B. রাজস্থান
C. হরিয়ানা
D. এর কোনোটিই নয়
আসাম
Q.7. সম্প্রতি কার সঙ্গে ভারত সরকার বেঙ্গালুরু মেট্রো রেল নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য 500 মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর করেছে?
A. NDB
B. WORLD BANK
C. ADB
D. এর কোনোটিই নয়
ADB
Q.8. সম্প্রতি AI সক্ষম চ্যাটবট ‘URJA’ কে চালু করেছে?
A. IOCL
B. BPCL
C. HPCL
D.এর কোনোটিই নয়
BPCL
Q.9.সম্প্রতি কোন দেশীয় পানীয় ব্র্যান্ড প্যারা অলিম্পিক গেমসের অফিশিয়াল অংশীদার (OFFICIAL PARTNER) হয়েছে?
A. SPRITE
B. PEPSI
C. THUMS UP
D. এর কোনোটিই নয়
THUMS UP
Q.10 সম্প্রতি কোন দেশ প্রথম দেশীয়ভাবে বিকাশিতCOVID-19 ভ্যাকসিন MEDIGEN চালু করেছে?
A. বাংলাদেশ
B. তাইওয়ান
C. পাকিস্তান
D. এর কোনোটিই নয়
তাইওয়ান