Daily Current Affairs In Bengali 26th August 2021
Daily Current Affairs In Bengali 26th August 2021 |
Q.1. সম্প্রতি বিশ্ব জল সপ্তাহ 2021 কবে শুরু হয়েছে?
A. 21 আগস্ট
B. 23 আগস্ট
C. 22 আগস্ট
D. এর কোনোটিই নয়
23 আগস্ট
Q.2. সম্প্রতি টোকিও প্যারা অলিম্পিক উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বাহক কে
ছিলেন?
A.টেক চান্দো
B.মারিয়াপ্পান থাংগাভেলু
C.দেবেন্দ্র ঝাজারিয়া
D. এর কোনোটিই নয়
টেক চান্দো
Q.3.সম্প্রতি কোন ভারতীয় মহিলা খেলোয়াড় অনূর্ধ্ব-20 বিশ্ব অ্যাথলেটিক্স
চ্যাম্পিয়নশিপ লংজাম্পে সিলভার পদক জিতেছেন?
A. উর্মিলা সিং
B. রুম্পা ওঝা
C. শেলি সিং
D. এর কেউ নয়
শেলি সিং
Q.4. সম্প্রতি কোন রাজ্যে 150 বছরের পুরনো কাঠের সেতু “ গার্তাং গলি” পুনরায়
খোলা হয়েছে?
A. উত্তর প্রদেশ
B. উত্তরাখন্ড
C. হিমাচল প্রদেশ
D. এর কোনোটিই নয়
উত্তরাখন্ড
Q.5. সম্প্রতি CSE -র স্বচ্ছতা সূচকে কোন রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ বোর্ড
প্রথম স্থানে রয়েছে?
A. তেলেঙ্গানা
B. ওডিশা
C. A এবং B উভয়ই
D. এর কোনোটিই নয়
A এবং B উভয়ই
Q.6. সম্প্রতি ভারত, ব্রাজিল, রাশিয়া এবং কোন দেশের ডাক্তার এবং গবেষকরা একটি
কনসোর্টিয়াম গঠন করেছেন যা COVID- 19 এবং যক্ষা মহামারীর একযোগে উত্থানের
লক্ষ্যে অধ্যায়ন করবে?
A. দক্ষিণ আফ্রিকা
B. জার্মানি
C. জাপান
D. এর কোনোটিই নয়
দক্ষিণ আফ্রিকা
Q.7.সম্প্রতি ‘যুক্ত ধারা’ নামে একটি ভূ-স্থানিক পরিকল্পনা পোর্টাল কে
চালু করেছে?
A. নরেন্দ্র মোদি
B. জিতেন্দ্র সিং
C. রাজনাথ সিং
D. এর কোনোটিই নয়
জিতেন্দ্র সিং
Q.8.সম্প্রতি কোন IIT প্রথম দেশীয় মোটর চালিত হুইলচেয়ার ‘ নিউবোল্ট ‘
তৈরি করেছে?
A. IIT DELHI
B. IIT KANPUR
C. IIT MADRAS
D.এর কোনোটিই নয়
IIT MADRAS
Q.9. সম্প্রতি দিল্লি সরকার আদর্শ নগর এর সরকারি শিশু বিদ্যালয় নামকরণ করেছে
কোন অলিম্পিক পদকজয়ীর নামে?
A. নীরাজ চোপরা
B. বজরং পুনিয়া
C. রবি কুমার দাহিয়া
D. এর কোনোটিই নয়
রবি কুমার দাহিয়া
Q.10. সম্প্রতি কোন রাজ্য সরকার ভর্তুকি মূল্য ক্যান্সারের ঔষধ সরবরাহ করার কথা
ঘোষণা করেছে?
A. মহারাষ্ট্র
B. কর্ণাটক
C. রাজস্থান
D. এর কোনোটিই নয়
কর্ণাটক