Daily Current Affairs In Bengali 27th to 30th August 2021

Daily Current Affairs In Bengali 27th to 30th August 2021 

Daily Current Affairs In Bengali 27th to 30th August 2021
Daily Current Affairs In Bengali 27th to 30th August 2021

বিগত কয়েক দিন শারীরিক অসুস্থথার জন্য Daily Current Affairs In Bengali Update দিতে পারিনি, তার জন্য আমি ক্ষমা চাইছি । আজ তাই বিগত ৪দিনের Daily Current Affairs In Bengali নিয়ে চলে এসেছি । 

27 আগস্ট


Q.1. সম্প্রতি আন্তর্জাতিক কুকুর দিবস 2021 কবে পালিত হয়েছে?


A. 24 আগস্ট

B. 26 আগস্ট

C. 25 আগস্ট

D. এর কোনোটিই নয়


26 আগস্ট


Q.2. সম্প্রতি আফগানিস্তান থেকে ভারতীয়দের সরিয়ে আনার জন্য যে মিশন করা হয়েছে কি নাম দেওয়া হয়েছে?


A. অপারেশন ভ্যানিলা

B. অপারেশন সমুদ্র সেতু

C. অপারেশন দেবী শক্তি

D. এর কোনোটিই নয়


অপারেশন দেবী শক্তি


Q.3. সম্প্রতি ভারতের প্রথম রোভিং সিনেমা হল কোথায় প্রতিষ্ঠিত হয়েছে?


A. লাদাখ

B. গুলমার্গ

C. সিমলা

D. এর কোনোটিই নয় 


লাদাখ


Q.4. সম্প্রতি ভারত ASEAN ইঞ্জিনিয়ারিং পার্টনারশিপ সামিটের উদ্বোধন কে করেছে?


A. এস জয়শঙ্কর

B. পিয়ুষ গোয়েল

C. অনুপ্রিয়া প্যাটেল

D. এর কোনোটিই নয়


অনুপ্রিয়া প্যাটেল


Q.5. সম্প্রতি INDIAN IDOL সৃজন 12- এর বিজয়ী পাবনদীপ রাজনকে  কোন রাজ্যের শিল্প-সংস্কৃতি এবং পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ করা হয়েছে?


A. উত্তরাখণ্ড

B. ওডিশা

C. ঝাড়খন্ড 

D. এর কোনোটিই নয় 


উত্তরাখণ্ড


Q.6.সম্প্রতি প্রকাশিত EIU- এর নিরাপদ শহর সূচক 2021- এ কোন শহর শীর্ষে রয়েছে?


A. কোপেনহেগেন

B. টরন্টো

C. সিঙ্গাপুর

D. এর কোনোটিই নয়


কোপেনহেগেন


Q.7. সম্প্রতি দেশের প্রথম কোন রাজ্য স্বাস্থ্যের অধিকার বিল প্রস্তাবিত করেছে?


A. মধ্যপ্রদেশ

B. রাজস্থান

C. ছত্রিশগড়

D. এর কোনোটিই নয়


রাজস্থান


Q.8. সম্প্রতি সহযোগিতা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে?


A. নরেন্দ্র মোদি

B. অভয় কুমার সিং

C. জিতেন্দ্র সিং

D. এর কোনোটিই নয়


অভয় কুমার সিং


Q.9. সম্প্রতি বিশ্বের উচ্চতম এবং বৃহত্তম Observation Wheel কোথায় খোলা হবে?


A .টোকিও

B. প্যারিস

C. দুবাই

D. এর কোনোটিই নয়


দুবাই


Q.10. সম্প্রতি কোন রাজ্যের দুই মিষ্টি ‘সরভাজা’  এবং ‘সরপুরিয়া’ কে GI ট্যাগ দেওয়া হয়েছে?


A. পশ্চিমবঙ্গ

B. তামিলনাডু

C. বিহার

D. এর কোনোটিই নয় 


পশ্চিমবঙ্গ


28 আগস্ট


Q.11. সম্প্রতি গ্লোবাল ম্যানুফ্যাকচারিং  রিক্স ইন্ডেক্স 2021- এ কোন দেশ দ্বিতীয় স্থানে পৌঁছেছে?


A. চীন

B. আমেরিকা

C. ভারত

D. এর কোনোটিই নয়


ভারত


Q.12.কোন দেশ সম্প্রতি IMF থেকে  2.75 বিলিয়ন ডলার সহায়তা পেয়েছে?


A. নেপাল

B. পাকিস্তান

C. বাংলাদেশ

D. এর কোনোটিই নয়


পাকিস্তান


Q.13. সম্প্রতি কোন দেশের সাথে ভারত আফগানিস্তান সন্ত্রাসবাদ নিয়ে একটি স্থায়ী দ্বিপক্ষীয় চ্যানেল তৈরি করা হয়েছে? 


A. আমেরিকা

B. জাপান

C. রাশিয়া

D. এর কোনোটিই নয়


রাশিয়া


Q.14. সম্প্রতি নিউ ইয়র্কের প্রথম মহিলা গভর্নর কে হয়েছেন?


A. হালিমা রিচ

B. ক্যাথি হচুল 

C. এস্টিনা ওয়াচ 

D. এর কোনোটিই নয় 


ক্যাথি হচুল 


Q.15.সম্প্রতি পঞ্চম যৌথ প্রশিক্ষণ অনুশীলন KAZIND-21 ভারত এবং কোন দেশের মধ্যে আয়োজিত হবে?


A. তাজিকিস্তান

B. কাজাখস্তান

C. উজবেকিস্তান

D. এর কোনোটিই নয়


কাজাখস্তান


Q.16. সম্প্রতি STOP TB  পার্টনারশিপ বোর্ডের চেয়ারম্যান হিসেবে কে দায়িত্ব গ্রহণ করেছেন?


A. জয়দেব সিং

B. সমর্থ গোয়েল

C. মনসুখ মান্দাভিয়া 

D.এর কোনোটিই নয়


মনসুখ মান্দাভিয়া 


Q.17. সম্প্রতি অর্থ পাচার মোকাবেলায় বিষয়ে বিশেষ আদালত কোথায় স্থাপন করা হয়েছে?


A. দুবাই

B. টরন্টো

C. সিঙ্গাপুর

D. এর কোনোটিই নয়


দুবাই


Q.18. সম্প্রতি Wanchuwa Festival কোথায় উদযাপিত হয়েছে?


A. আসাম

B. রাজস্থান

C. ওডিশা

D. এর কোনোটিই নয়


আসাম


Q.19. সম্প্রতি BSF- এর নতুন মহাপরিচালক হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে?


A.অজিতভা বোস 

B.টেক চাঁদ 

C.পঙ্কজ কুমার সিং 

D.এর কোনোটি নয় 


পঙ্কজ কুমার সিং 


Q.20.সম্প্রতি ভারত কোন দেশকে  40 টি এম্বুলেন্স উপহার দিয়েছে?


A. নেপাল

B. বাংলাদেশ

C. ভুটান

D. এর কোনোটিই নয় 


বাংলাদেশ


29 আগস্ট 


Q.21.সম্প্রতি কর্নাটকের পরে জাতীয় শিক্ষানীতি  বাস্তবায়নকারী দেশের দ্বিতীয় রাজ্য কোনটি?


A. উত্তর প্রদেশ

B. মধ্যপ্রদেশ

C. হিমাচল প্রদেশ

D. এর কোনোটিই নয়


মধ্যপ্রদেশ


Q.22. সম্প্রতি কোন বিমানবন্দর সন্ত্রাসী হামলায় 12 জন মার্কিন মেরিন সহ 100 জন নিহত হয়েছে?


A. কাবুল বিমানবন্দর

B. হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর

C. দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর

D. এর কোনোটিই নয়


কাবুল বিমানবন্দর


Q.23. সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী প্রতি বর্গমাইলে সর্বাধিক সংখ্যক CCTV ক্যামেরা ইনস্টল করার ক্ষেত্রে বিশ্বের প্রথম স্থানে রয়েছে কোন শহরটি?


A. সাংহাই

B. লন্ডন

C. দিল্লি

D. এর কোনোটিই নয়

দিল্লি



Q.24. সম্প্রতি BRICS- এর কৃষি মন্ত্রীদের বৈঠকে কে সভাপতিত্ব করেছেন?


A. নরেন্দ্র মোদি

B. এস জয়শঙ্কর

C. নরেন্দ্র সিং তোমর

D. কোনোটিই নয়


নরেন্দ্র সিং তোমর


Q.25. সম্প্রতি প্রয়াতঃ ও চন্দ্রশেখর কে ছিলেন?


A. সাংবাদিক

B. ফুটবল খেলোয়াড়

C. গায়ক

D. এর কোনোটিই নয়


ফুটবল খেলোয়াড়


Q.26. সম্প্রতি কোন সংস্থা ‘ANAND’ নামে একটি মোবাইল অ্যাপ চালু করেছে?


A. RBI

B. LIC

C. NITI AAYOG

D.এর কোনোটিই নয়


LIC


Q.27. সম্প্রতি কোন রাজ্যের রাজ্যপাল পাঞ্জাবের রাজ্যপালের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন?


A. ঝাড়খন্ড

B. উত্তরাখান্ড

C. তামিলনাডু

D. এর কোনোটিই নয়


তামিলনাডু


Q.28. সম্প্রতি কোন সার্চ ইঞ্জিন ভারতে তাদের সংবাদ ওয়েবসাইটগুলি বন্ধ করে দিয়েছে?


A. ইয়াহু

B. গুগোল

C. বিং

D. এর কোনোটিই নয়


ইয়াহু


Q.29. সম্প্রতি দেশের মেন্টর প্রোগ্রামের জন্য দিল্লি সরকারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কাকে করা হয়েছে?


A. অক্ষয় কুমার

B. বিরাট কোহলি

C. সনু সুদ

D. এর কোনোটিই নয়


সনু সুদ


Q.30. সম্প্রতি উত্তরপ্রদেশের কোন জেলায় প্রথম আয়ুস বিশ্ববিদ্যালয় নির্মিত হচ্ছে?


A. ফৈজাবাদ

B. বারাণসী 

C. গোরক্ষপুর 

D. এর কোনোটিই নয় 


গোরক্ষপুর 


30 আগস্ট


Q.31.সম্প্রতি মানসিক স্বাস্থ্য হেলপ্লাইন ‘SUKOON’ কোথায় উদ্বোধন করা হয়েছে?


A. হরিয়ানা

B. জম্মু-কাশ্মীর

C. রাজস্থান

D. এর কোনোটিই নয়


জম্মু-কাশ্মীর


Q.32. সম্প্রতি কোন দেশের সঙ্গে ভারত মেগা গ্রেটার মেল কন্ডাক্টিভিটি প্রজেক্টে একটি চুক্তি স্বাক্ষর করেছে?


A. নেপাল

B. শ্রীলঙ্কা 

C. মালদ্বীপ

D. এর কোনোটিই নয়


মালদ্বীপ


Q.33. সম্প্রতি প্রধানমন্ত্রীর জনধন যোজনা কত বছর পূর্ণ হয়েছে?


A. 5

B. 7

C. 4

D. এর কোনোটিই নয়


 7


Q.34. সম্প্রতি কে জালিয়ান ওয়ালাবাগ স্মৃতিসৌধটি জাতির জন্য উৎসর্গ করেছে?


A. যোগী আদিত্যনাথ

B. আনন্দিবেন পাটেল

C. নরেন্দ্র মোদি

D. এর কোনোটিই নয়


নরেন্দ্র মোদি


Q.35. সম্প্রতি সুপ্রিম কোর্টের আইনি পরিষেবা কমিটির চেয়ারম্যান হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে?


A. বিচারপতি অনন্ত মনোহর

B. এ এম  খানউইলকর

C. বিচারপতি সুমিত্রা কউল

D. এর কোনোটিই নয়


এ এম  খানউইলকর


Q.36. সম্প্রতি কোন দেশ আন্তর্জাতিক জলবায়ু  সম্মেলন আয়োজন করবে?


A. ভারত

B. জাপান

C. অস্ট্রেলিয়া

D. এর কোনোটিই নয়


ভারত


Q.37. সম্প্রতি বার্সেলোনা ওপেন দাবা শিরোপা কে জিতেছেন?


A. অজিতভা বোস 

B. পঙ্কজ কুমার সিং

C. এস পি সেথুরামন 

D. এর কোনোটিই নয় 


এস পি সেথুরামন 


Q.38.  সম্প্রতি ‘ITBP’- এর নতুন ডাইরেক্টর জেনারেল (DG) কে হয়েছেন?


A. সঞ্জয় অরোরা 

B. পঙ্কজ কুমার সিং

C. রাকেশ আস্তানা 

D. এর কোনোটিই নয়


সঞ্জয় অরোরা 


Q.39.সম্প্রতি কোন রাজ্য সরকার মাই প্যাড মাই রাইট নামে একটি প্রকল্পের উদ্বোধন করেছে?


A. আসাম

B. ওডিশা

C. ত্রিপুরা

D. এর কোনোটিই নয়


ত্রিপুরা


Q.40. সম্প্রতি চীন-পাকিস্তান থাইল্যান্ড এবং কোন দেশ যৌথভাবে COMMON DESTINY 2021 অনুশীলনের আয়োজন করবে?


A. নিউজিল্যান্ড

B. মঙ্গোলিয়া

C. অস্ট্রেলিয়া

D. এর কোনোটিই নয় 


মঙ্গোলিয়া


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.