Daily Current Affairs In Bengali 31st August 2021
Daily Current Affairs In Bengali 31st August 2021 |
31st August 2021
Q.1. সম্প্রতি জাতীয় ক্রীড়া দিবস কবে পালিত হয়েছে?
A. 27 আগস্ট
B. 29 আগস্ট
C. 28 আগস্ট
D. এর কোনোটিই নয়
29 আগস্ট
Q.2. সম্প্রতি প্রাপ্তবয়স্ক জনসংখ্যার 100% টিকাকরণ করা প্রথম রাজ্য হয়েছে কোন রাজ্য?
A. কেরালা
B. হিমাচল প্রদেশ
C. ওডিশা
D. এর কোনোটিই নয়
হিমাচল প্রদেশ
Q.3. সম্প্রতি FIT INDIA মোবাইল অ্যাপ্লিকেশন টি কে চালু করেছেন?
A. নরেন্দ্র মোদি
B. পীযূষ গোয়েল
C. অনুরাগ ঠাকুর
D. এর কোনোটিই নয়
অনুরাগ ঠাকুর
Q.4. সম্প্রতি অযোধ্যায় ‘ রামায়ণ কনক্লেভ’- এর উদ্বোধন কে করেছেন?
A. নরেন্দ্র মোদি
B. রামনাথ কোবিন্দ
C. যোগী আদিত্যনাথ
D. এর কোনোটিই নয়
রামনাথ কোবিন্দ
Q.5. সম্প্রতি কোন দেশ আফগানিস্তান থেকে তাদের স্থানান্তর কার্যক্রম শেষ করেছে?
A. জার্মানি
B. ফ্রান্স
C. জাপান
D. এর কোনোটিই নয়
ফ্রান্স
Q.6. সম্প্রতি SIPRI-এর রিপোর্ট অনুযায়ী কোন দেশ এশিয়ার বৃহত্তম অস্ত্র আমদানিকারক হয়ে উঠেছে?
A. ভারত
B. বাংলাদেশ
C. চীন
D. এর কোনোটিই নয়
ভারত
Q.7. সম্প্রতি ‘BATTELFIELD’ বইটি কে লিখেছেন?
A. অজিতভা বোস
B. পঙ্কজ কুমার সিং
C. বিশ্বরাম বেদেকর
D. এর কোনোটিই নয়
বিশ্বরাম বেদেকর
Q.8. সম্প্রতি কোন রাজ্যের আইনসভা কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে একটি প্রস্তাব পাস করেছে?
A. আসাম
B. ওডিশা
C. তামিলনাড়ু
D. এর কোনোটিই নয়
তামিলনাড়ু
Q.9. সম্প্রতি গুজরাটের একটি ব্লকে কোন সংস্থা প্রাকৃতিক গ্যাস আবিষ্কার করেছে?
A. Oil and Natural Gas Corporation
B. Reliance Petroleum
C. Vedanta
D. এর কোনোটিই নয়
Vedanta
Q.10. সম্প্রতি কোন রাজ্য সরকার 2022 অলিম্পিক পর্যন্ত ভারতীয় কুস্তি দায়িত্ব গ্রহণ করেছে?
A. ঝাড়খন্ড
B. উত্তরাখন্ড
C. উত্তর প্রদেশ
D. এর কোনোটিই নয়
উত্তর প্রদেশ