Daily Current Affairs In Bengali 3rd August 2021
Daily Current Affairs In Bengali 3rd August 2021 |
Current Affairs 3 August 2021
Q.1. সম্প্রতি মুসলিম নারী অধিকার দিবস' কবে পালিত হয়েছে?
a. 30 জুলাই
b. 01 আগস্ট
c. 31 জুলাই
d, এর কোনটিই নয়
01 আগস্ট
Q.2. সম্প্রতি টোকিও অলিম্পিকে ভারতীয় কিংবদন্তি ব্যাডমিন্টন খেলােয়াড় পি ভি সিন্ধু কোন পদক পেয়েছেন?
a. ব্রোঞ্জ
b. গােল্ড
c. সিলভার
d. এর কোনটিই নয়
ব্রোঞ্জ
Q.3. সম্প্রতি UNSC চেয়ারম্যানশিপ কে পেয়েছে?
a. চীন
b. ভারত
c. জাপান
d. এর কোনটিই নয়
ভারত
Q.4. সম্প্রতি কোন রাজ্য সরকার গাে-রক্ষার জন্য একটি বিশেষ টাস্ক ফোর্স গঠনের ঘােষণা করেছে?
a. উত্তরাখণ্ড
b. উত্তর প্রদেশ
c. হরিয়ানা
d. এর কোনটিই নয়
হরিয়ানা
Q.5. সম্প্রতি প্রয়াত মন কৌর' কে ছিলেন?
a. লেখক
b. ধাবক
c. গায়ক
d. এর কোনটিই নয়
ধাবক
Q.6. সম্প্রতি সারা দেশে কত কোটি পরিবারকে আয়ুষ্মান ভারত যােজনার আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে?
a. 12
b. 10
c. 14
d. এর কোনটিই নয়
10
Q.7. সম্প্রতি কোথায় 'অর্কিড সংবক্ষণ কেন্দ্র' খােলা হয়েছে?
a. ওডিশা
b. মেঘালয়
c. উত্তরাখণ্ড
d. এর কোনটিই নয়
উত্তরাখণ্ড
Q.৪. সম্প্রতি আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতার জন্য রাষ্ট্রদূত হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্র কার নাম উল্লেখ করেছে?
a. শৃজন শেষাদ্রি
b. রাশাদ হুসেন
c. অর্পিতা মুখার্জি
d. এর কোনটিই নয়
রাশাদ হুসেন
Q.9. সম্প্রতি কোন দেশ ভারতেকে 15টি শিল্পকলা ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে?
a. ফ্রান্স
b. মালদ্বীপ
c. অস্ট্রেলিয়া
d. এর কোনটিই নয়
অস্ট্রেলিয়া
Q.10. সম্প্রতি কোন রাজ্য সরকার Covid-19 এর কারণে মারা যাওয়া সাংবাদিকদের পরিবারকে 10 লক্ষ টাকা দিয়েছে?
a. মহারাষ্ট্র
b. উত্তর প্রদেশ
c. হরিয়ানা
d. এর কোনটিই নয়
উত্তর প্রদেশ