Daily Current Affairs In Bengali 4th August 2021
Daily Current Affairs In Bengali 4th August 2021 |
Current Affairs 4 August 2021
Q.1. সম্প্রতি কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী বাৎসল্য যােজনা চালু করেছে?
a. আসাম
b. উত্তরাখণ্ড
c. ওডিশা
d. এর কোনটিই নয়
উত্তরাখণ্ড
Q.2. সম্প্রতি কোন দেশে বসবাসকারী সমস্ত ডাক্তারকে গােল্ডেন ভিসা দেওয়া হবে?
a. ফ্রান্স
b. জার্মানি
c. সংযুক্ত আরব আমিরাত
d. এর কোনটিই নয়
সংযুক্ত আরব আমিরাত
Q.3. সম্প্রতি Lokmanya Tilak National Award for 2021 কে পেয়েছেন?
a. অমর্ত্য গর্গ
b. সাইরাস পুনাওয়ালা
c. সুধাকর যােশী
d. এর কোনটিই নয়
সাইরাস পুনাওয়ালা
Q.4. সম্প্রতি ভারত ও কোন দেশের মধ্যে হলদিবাড়ি-চিলাহাটি বেল সংযােগ পরিষেবা শুরু হয়েছে?
a. মায়ানমার
b. বাংলাদেশ
c.নেপাল
d. এর কোনটিই নয়
বাংলাদেশ
Q.5. সম্প্রতি Artillery-র Director General হিসেবে কাকে নিয়ােগ করা হয়েছে?
a. অমরদীপ যােশী
b. তরুণ কুমার চাওলা
c. সুনীল বনসাল
d. এর কোনটিই নয়
তরুণ কুমার চাওলা
Q.6. সম্প্রতি ভারত এবং চীন কোথায় একটি নতুন হটলাইন স্থাপন করেছে?
a. লাদাখ
b. অরুণাচল প্রদেশ
c. সিকিম
d. এর কোনটিই নয়
সিকিম
Q.7 সম্প্রতি P&G কাকে তার Global Chief Operating Officer হিসাবে নিয়ােগ করেছে?
a. রাশাদ হুসেন
b. শৈলেশ জেজুরিকর
c. অর্পিতা মুখার্জি
d. এর কোনটিই নয়
শৈলেশ জেজুরিকর
Q.৪. সম্প্রতি কোন দেশ টনি অ্যাবটকে ভারতের জন্য বিশেষ বাণিজ্য দূত হিসাবে নিয়ােগ করেছে?
a. ফ্রান্স
b. মালদ্বীপ
c. অস্ট্রেলিয়া
d. এর কোনটিই নয়
অস্ট্রেলিয়া
Q.9. সম্প্রতি কোন দেশের ফাস্ট বােলার ইসুরু উদানা অবসর ঘােষণা করেছেন?
a. বাংলাদেশ
b. শ্রীলঙ্কা
c. অস্ট্রেলিয়া
d. এর কোনটিই নয়
শ্রীলঙ্কা
Q.10. সম্প্রতি হাঙ্গেরিয়ান গ্র্যান্ড প্রিক্স 2021 কে জিতেছে?
a. লুইস হ্যামিল্টন/
b. ম্যাক্স ভাস্টাপেন
c. এস্তেবান ওকন
d. এর কোনটিই নয়
এস্তেবান ওকন