Daily Current Affairs In Bengali 8th & 9th August 2021
![]() |
Daily Current Affairs In Bengali 8th & 9th August 2021 |
Current Affairs 8th and 9th August 2021
Q.1. সম্প্রতি জাতীয় তাঁত দিবস কবে পালিত হয়েছে?
a. 05 আগস্ট
b. 07 আগস্ট
c. 06 আগস্ট
d. এর কোনটিই নয়
07 আগস্ট
Q.2. সম্প্রতি 'নাপাথা ঝাকরি জলবিদ্যুৎ কেন্দ্র এক মাসে সর্বাধিক বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড তৈরি করেছে এই বিদ্যুৎ কেন্দ্রটি কোন নদীতে অবস্থিত?
a. ব্রহ্মপুত্র নদ
b. সুতলেজ নদী
c. চেনাব নদী
d. এর কোনটিই নয়
সুতলেজ নদী
Q.3. সম্প্রতি মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মার মেয়াদ কত বছরের জন্য বাড়ানাে হয়েছে?
a. 01
b. 03
C. 02
d. এর কোনটিই নয়
03
Q.4. সম্প্রতি মালদ্বীপ শৈলীর জল বাগানবাড়ি গুলি কোন কেন্দ্রশাসিত অঞ্চলে স্থাপন করা হবে?
a. আন্দামান ও নিকোবর
b. লাক্ষাদ্বীপ
c. চন্ডীগড়
d. এর কোনটিই নয়
লাক্ষাদ্বীপ
Q.5. সম্প্রতি টোকিও প্যারা অলিম্পিক 2020-র ভারতের থিম সং (কর দে কামাল তু) কে চালু করেছেন?
a. সঞ্জীব সিং
b. অনুরাগ ঠাকুর
c. সোনু নিগম
d. এর কোনটিই নয়
অনুরাগ ঠাকুর
Q.6. সম্প্রতি কোন রাজ্যে 60 জন ভিক্ষুককে চাকরি দেওয়া হয়েছে?
a. আসাম
b. রাজস্থান
c. পশ্চিমবঙ্গ
d. এর কোনটিই নয়
রাজস্থান
Q.7. সম্প্রতি কোন রাজ্য সরকার 2000 OBC শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়ার কথা ঘােষণা করেছে?
a. হরিয়ানা
b. কর্ণাটক
c. মহারাষ্ট্র
d. এর কোনটিই নয়
মহারাষ্ট্র
Q.৪. সম্প্রতি PM-DAKSH পাের্টাল এবং মােবাইল অ্যাপ্লিকেশন কে চালু করেছেন?
a. নরেন্দ্র মােদী
b. ডাঃ বীরেন্দ্র কুমার
c. রাজনাথ সিং
d. এর কোনটিই নয়
ডাঃ বীরেন্দ্র কুমার
Q.9. সম্প্রতি ADB করােনা ভাইরাস ভ্যাকসিন কিনতে কোন দেশকে 500 মিলিয়ন ডলার ঋণ দিয়েছে?
a. ইতালি
b. কানাডা
c. পাকিস্তান
d. এব কোনটিই নয়
পাকিস্তান
Q.10. সম্প্রতি স্বাধীনতা দিবস 2021-এ কে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন?
a. বরিস জনসন
b. অলিম্পিক দল
c. নীরাজ চোপড়া
d. এর কোনটিই নয়
অলিম্পিক দল
Q.11. সম্প্রতি হিরােশিমা দিবস কবে পালিত হয়েছে?
a. 04 আগস্ট
b. 06 আগস্ট
c. 05 আগস্ট
d. এর কোনটিই নয়
06 আগস্ট
Q.12. সম্প্রতি রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নাম পরিবর্তন করা হয়েছে কার নামে?
a. মিল্কা সিং
b.মেজর ধ্যানচাঁদ
c. পি টি ঊষা
d. এর কোনটিই নয়
মেজর ধ্যানচাঁদ
Q.13. সম্প্রতি Life Insurance Corporation of India (LIC)-এর নতুন Managing Director (MD) কে হয়েছেন?
a. জােনাল চৌহান
b.রিম্পি ত্যাগী
c. মিনি আইপে
d. এর কোনটিই নয়
মিনি আইপে
Q.14. সম্প্রতি কোন রাজ্য সরকার রাজ্যের হকি খেলােয়াড়দের জন্য এক কোটি টাকা দেওয়ার কথা ঘােষণা করেছে?
a. মধ্যপ্রদেশ
b. হিমাচল প্রদেশ
c. পাঞ্জাব
d. উপরের সবকটিই
উপরের সবকটিই
Q.15. সম্প্রতি প্রয়াত শঙ্কর শুভ্রমনীয়ম কে ছিলেন?
a. প্রণেতা
b. ফুটবলার
c. গায়ক
d. এর কোনটিই নয়
ফুটবলার
Q.16. সম্প্রতি কোন দেশের সঙ্গে ভারত বিপর্যয় মােকাবিলায় MoU সাক্ষর করবে?
a. ভুটান
b. বাংলাদেশ
c. মায়ানমার
d. এর কোনটিই নয়
বাংলাদেশ
Q.17. সম্প্রতি কোন রাজ্য সরকার একটি নতুন দলিত কল্যাণ প্রকল্প 'দলিত বন্ধু' চালু করেছে?
a. কেরালা
b. কর্ণাটক
c. তেলেঙ্গানা
d. এর কোনটিই নয়
তেলেঙ্গানা
Q.1৪. সম্প্রতি কোন দেশ প্রবাল-এর জন্য ক্ষতিকারক সান ক্রিম নিষিদ্ধ করেছে?
a. আফগানিস্তান
b. থাইল্যান্ড
c. সিঙ্গাপুর
d. এর কোনটিই নয়
থাইল্যান্ড
Q.19. সম্প্রতি টোকিও অলিম্পিকে জ্যাভলিন থ্রোযার নীরজ চোপড়া কোন পদক জিতেছেন?
a. ব্রোঞ্জ
b. গােল্ড
c. সিলভার
d. এর কোনটিই নয়
গােল্ড
Q.20. সম্প্রতি ভারতের প্রথম স্বদেশী বিমানবাহী রণতরীর নাম কী যা তার প্রথম সমুদ্র পরীক্ষা শুরু করেছে?
a. INS বিক্রান্ত
b. INS শক্তি
c. INS ত্রিবেণী
d. এর কোনটিই নয়
INS বিক্রান্ত