Daily Current Affairs In Bengali 10th September 2021
Q.1. সম্প্রতি আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কবে পালিত হয়েছে?
a. 06 সেপ্টেম্বর
b. 08 সেপ্টেম্বর
c. 07 সেপ্টেম্বর
d. এর কোনটিই নয়
08 সেপ্টেম্বর
Q.2. সম্প্রতি কোন রাজ্যের 'মান্ডা মহিষ'-কে জাতীয় স্তরে মান্যতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে?
a. গুজরাট
b. পাঞ্জাব
c. ওডিশা
d. এর কোনটিই নয়
ওডিশা
Q.3. সম্প্রতি আফগানিস্তানে তালিবানরা কাকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়ােগ করেছে?
a. মােল্লা বারাদার
b.মােল্লা মুহাম্মদ হাসান আখুন্দ
c. মােল্লা ইয়াকুব
d. এর কোনটিই নয়
মােল্লা মুহাম্মদ হাসান আখুন্দ
Q.4. সম্প্রতি কোন রাজ্য সরকার রজনীশ কুমারকে তার অর্থনৈতিক উপদেষ্টা হিসাবে নিয়ােগ করেছে?
a. সিকিম
b. উত্তরাখণ্ড
c. অন্ধ্র প্রদেশ
d. এর কোনটিই নয়
অন্ধ্র প্রদেশ
Q.5. সম্প্রতি কোন দেশ '13 তম BRICS শীর্ষ সম্মেলন 2021' আয়ােজন করবে?
a. ভারত
b. রাশিয়া
c. চীন
d. এর কোনটিই নয়
ভারত
Q.6. সম্প্রতি কোন দেশ বিশ্বের প্রথম দেশ হয়ে উঠেছে যারা দুই বছরের শিশুদের করোনা ভ্যাকসিন প্রয়ােগ করেছে?
a. কিউবা
b. ব্রাজিল
c. মঙ্গোলিয়া
d. এর কোনটিই নয়
কিউবা
Q.7. সম্প্রতি কোন ভারতীয় জীববিজ্ঞানী কচ্ছপ সংবক্ষণে গ্লোবাল অ্যাওয়ার্ড জিতেছেন?
a. এস এল ত্রিপাঠী
b. অজিত যােশী
c. শৈলেন্দ্র সিং
d. এর কোনটিই নয়
শৈলেন্দ্র সিং
Q.8. সম্প্রতি ভারতীয় রেলের কোন স্টেশনকে 5-star 'Eat Right Station' শংসাপত্র দেওয়া হয়েছে?
a. আনন্দ বিহার টার্মিনাল
b. ছত্রপতি শিবাজি টার্মিনাস
c. চন্ডীগড় রেলওয়ে স্টেশন
d. এর কোনটিই নয়
চন্ডীগড় রেলওয়ে স্টেশন
Q.9. সম্প্রতি ইন্টারন্যাশনাল বােড ফেডাবেশন ইন্ডিয়ার প্রেসিডেন্ট হিসাবে কাকে নিয়ােগ করা হয়েছে?
a. রামপাল সিং
b. স্মৃতি মিশ্রা
c. সতীশ পারেখ
d. এর কোনটিই নয়
সতীশ পারেখ
Q.10. সম্প্রতি কোন রাজ্য সরকার 'সাংবাদিক কল্যাণ তহবিল' প্রকল্প শুরু করেছে?
a. মহারাষ্ট্র
b. ছত্তিশগড়
C. মধ্যপ্রদেশ
d. এর কোনটিই নয়
ছত্তিশগড়