Daily Current Affairs In Bengali 12th and 13th September 2021
Daily Current Affairs In Bengali 12th and 13th September 2021 |
12 September 2021
Q.1. সম্প্রতি বিশ্ব আত্মহত্যা প্রতিরােধ দিবস কবে পালন করা হয়?
a. 08 সেপ্টেম্বর
b. 10 সেপ্টেম্বর
c. 09 সেপ্টেম্বর
d. এর কোনটিই নয়
10 সেপ্টেম্বর
Q.2. সম্প্রতি হিমালয় দিবস কবে পালিত হয়েছে?
a. 07 সেপ্টেম্বর
b. 09 সেপ্টেম্বর
c. 08 সেপ্টেম্বর
d. এর কোনটিই নয়
09 সেপ্টেম্বর
Q.3. সম্প্রতি কোন দেশের সুপ্রিম কোর্ট গর্ভপাতকে অবৈধ বলে ঘােষণা করেছে?
a. মেক্সিকো
b. ব্রাজিল
c. অস্ট্রেলিয়াI
d. এর কোনটিই নয়
মেক্সিকো
Q.4. সম্প্রতি ADB কোন রাজ্যে জল সরবরাহের উন্নতির জন্য $112 মিলিয়ন ঋণ অনুমােদন করেছে?
a. রাজস্থান
b. উত্তরাখণ্ড
c. ঝাড়খন্ড
d. এর কোনটিই নয়
ঝাড়খন্ড
Q.5. সম্প্রতি ভারতের প্রথম জরুরী অবতরণ সুবিধা কোন রাজ্যের জাতীয় সড়কে উদ্বোধন করা হয়েছে?
a. মহারাষ্ট্র
b. রাজস্থান
c. কর্ণাটক
d. এর কোনটিই নয়
রাজস্থান
Q.6. সম্প্রতি ভারত এবং কোন দেশ Strategic Clean Energy Partnership-এর আয়ােজন করেছে?
a. আমেরিকা
b. ব্রাজিল
c. মঙ্গোলিয়া
d. এর কোনটিই নয়
আমেরিকা
Q.7. সম্প্রতি দূষণ নিয়ন্ত্রণের জন্য 'PRANA Portal' কে চালু করেছে?
a. ভূপেন্দ্র যাদব
b. পীযূষ গোয়েল
c. প্রকাশ জাভড়েকর
d, এর কোনটিই নয়
ভূপেন্দ্র যাদব
Q.8. সম্প্রতি G20-র জন্য ভারতের শেরপা হিসাবে কোন মন্ত্রীকে নিয়ােগ করা হয়েছে?
a. সর্বানন্দ সােওয়াল
b. নীতিন গডকড়ি
c. পীযূষ গোয়েল
d. এর কোনটিই নয়
পীযূষ গোয়েল
Q.9. সম্প্রতি 2022 সালের শেষ পর্যন্ত IOC কোন দেশকে বরখাস্ত করেছে?
a. উত্তর কোরিয়া
b. লিবিয়া
c. ইতালি
d. এর কোনটিই নয়
উত্তর কোরিয়া
Q.10. সম্প্রতি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনাবেল গুরমিত সিংকে কোন রাজ্যের রাজ্যপাল হিসাবে নিয়ােগ করা হয়েছে?
a. ত্রিপুরা
b. মণিপুর
c. উত্তরাখণ্ড
d. এর কোনটিই নয়
উত্তরাখণ্ড
13 September 2021
11 September
অস্ট্রেলিয়া
নরেন্দ্র মোদী
INS Dhruv
কেরালা
স্পেন
ইকবাল সিং লালপুরা
Exim Bank
ওডিশা
মান্নার উপসাগর