Daily Current Affairs In Bengali 18th September 2021
Current Affairs 18th September 2021
Q.1. সম্প্রতি 'আন্তর্জাতিক ওজোন স্তর সংরক্ষণ দিবস' কবে পালিত হয়েছে?
a. 15 September
b. 16 September
c. 14 September
d. এর কোনটিই নয়
16 September
Q.2. সম্প্রতি Time ম্যাগাজিন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় ভারত থেকে কাকে অন্তর্ভুক্ত করেছে?
a. নরেন্দ্র মােদী
b. মমতা ব্যানার্জি
c. আদার পুনাওয়ালা
d. উপবের সবকটি
উপবের সবকটি
Q.3. সম্প্রতি কোন রাজ্যে 'সেলফি উইথ টেম্পল ক্যাম্পেইন' শুরু হয়েছে?
a. ঝাড়খন্ড
b. উত্তরাখণ্ড
c. ওডিশা
d. এর কোনটিই নয়
উত্তরাখণ্ড
Q.4. সম্প্রতি Al-powered সড়ক সুরক্ষা প্রকল্প 'IRASTE' কে চালু করেছেন?
a. নীতিন গড়করি
b. রাজনাথ সিং
c. সর্বানন্দ সনওয়াল
d. এর কোনটিই নয়
নীতিন গড়করি
Q.5. সম্প্রতি টাটা স্টিল CO2 ক্যাপচারের জন্য ভারতের প্রথম কারখানাটি কোথায় চালু করেছে?
a. রাঁচি
b. জামশেদপুর
c. ভুবনেশ্বর
d. এর কোনটিই নয়
জামশেদপুর
Q.6. সম্প্রতি মালাবার গােল্ড অ্যান্ড ডায়মন্ডস কোন রাজ্যে 750 কোটি টাকা বিনিয়ােগের ঘােষণা করেছে?
a. তেলেঙ্গানা
b. রাজস্থান
c. হরিয়ানা
d. এর কোনটিই নয়
তেলেঙ্গানা
Q.7. সম্প্রতি US ,UK এবং কোন দেশ যৌথভাবে AUKUS গঠনের ঘােষণা করেছে?
a. চীন
b. রাশিয়া
c. অস্ট্রেলিয়া
d. এর কোনটিই নয়
অস্ট্রেলিয়া
Q.8. সম্প্রতি ভারতের বৃহত্তম ভাসমান Solar PV Plant(Photovoltaic) কোথায় চালু করা হয়েছে?
a. বিহার
b. অন্ধ্র প্রদেশ
c. হরিয়ানা
d. এব কোনটিই নয়
অন্ধ্র প্রদেশ
Q.9. সম্প্রতি কোন এডুকেশন বাের্ডকে 'UNESCO-লিটারেসি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে?
a. NCTE
b. CBSC
C. NIOS
d. এর কোনটিই নয়
NIOS
Q.10. সম্প্রতি তিন দিবশীয় ভারতীয় সেনাপ্রধানদের সম্মেলন কোথায় শুরু হয়েছে?
a. নয়াদিল্লি
b. মুম্বাই
c. কানপুর
d. এর কোনটিই নয়
নয়াদিল্লি