Daily Current Affairs In Bengali 24th September 2021
Q.1. সম্প্রতি বিশ্ব গণ্ডার দিবস কবে পালিত হয়েছে?
a. 21 September
b. 22 September
c. 23 September
d. এর কোনটিই নয়
22 September
Q.2. সম্প্রতি সানা রামচাঁদ গুলওয়ানি কোন দেশের প্রথম হিন্দু মহিলা সিভিল সারভেন্ট হয়েছেন?
a. ইরান
b. পাকিস্তান
c. বাংলাদেশ
d. এর কোনটিই নয়
পাকিস্তান
Q.3. সম্প্রতি কোন দেশের যমজ বােন বিশ্বের প্রবীণ জীবিত যমজ হয়ে উঠেছে?
a. ফ্রান্স
b. জাপান
c. জার্মানী
d. এর কোনটিই নয়
জাপান
Q.4. সম্প্রতি SAARC দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠক কোথায় বাতিল করা হয়েছে?
a. ঢাকা
b, কাঠমান্ডু
c. নিউ ইয়র্ক
d. এর কোনটিই নয়
নিউ ইয়র্ক
Q.5. সম্প্রতি কোন দেশ IPL সম্প্রচার নিষিদ্ধ করেছে?
a. পাকিস্তান
b. আফগানিস্তান
c. বাংলাদেশ
d. এর কোনটিই নয়
আফগানিস্তান
Q.6. সম্প্রতি কোন রাজ্য সরকার একটি বৈদ্যুতিক পার্ক (Electronic Park) স্থাপনের ঘােষণা করেছে?
a. উত্তর প্রদেশ
b. হরিয়ানা
c. মহারাষ্ট্র
d. এর কোনটিই নয়
উত্তর প্রদেশ
Q.7. সম্প্রতি কোন দেশের ফ্লোরেন্স বিশ্ববিদ্যালয় কফিতে স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করবে?
a. আলজেরিয়া
b. ফ্রান্স
c. ইতালি
d. এর কোনটিই নয়
ইতালি
Q.8. সম্প্রতি কোন রাজ্যের কোভালম সৈকত ব্লু ফ্ল্যাগ শংসাপত্র পেয়েছে?
a. পুদুচেরি
b. তামিলনাড়ু
c. কর্ণাটক
d. এর কোনটিই নয়
তামিলনাড়ু
Q.9. সম্প্রতি অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের সচিব হিসাবে কাকে। নিয়ােগ করা হয়েছে?
a. খুশবন্ত সিং
b. ভিআর চৌধুরী
c. রাজীব বনসাল
d. এর কোনটিই নয়
রাজীব বনসাল
Q.10. সম্প্রতি OECD 2022 অর্থবর্ষে ভারতের প্রবৃদ্ধির হার কত শতাংশ থাকার অনুমান করেছে?
a. 10%
b. 9.7%
c. 10.2%
d. এর কোনটিই নয়
9.7%
Thank You sir
উত্তরমুছুন