Daily Current Affairs In Bengali 4th to 6th September 2021
Daily Current Affairs In Bengali 4th to 6th September 2021 |
Q.1.সম্প্রতি বিশ্ব নারকেল দিবস কবে পালন করা হয়েছে?
A. 31 আগস্ট
B. 02 সেপ্টেম্বর
C. 01 সেপ্টেম্বর
D. এর কোনোটিই নয়
02 সেপ্টেম্বর
Q.2. সম্প্রতি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কোন রাজ্যে 132 KW মোহনপুর সাব স্টেশনের উদ্বোধন করেছেন?
A. ত্রিপুরা
B. মনিপুর
C. আসাম
D. এর কোনোটিই নয়
ত্রিপুরা
Q.3. সম্প্রতি কোন সংস্থার মার্স রোভার ফিরিয়ে আনার জন্য পাথরের প্রথম নমুনা সংগ্রহ করেছে?
A. ISRO
B. NASA
C. CNSA
D. এর কোনোটিই নয়
NASA
Q.4. সম্প্রতি প্রধানমন্ত্রী মোদী স্বামী প্রভুপাদ এর জন্মবার্ষিকীতে কত টাকার একটি স্মারক মুদ্রা প্রকাশ করেছে?
A. 175
B. 150
C. 125
D. এর কোনোটিই নয়
125
Q.5. সম্প্রতি প্রয়াত রজনী কৌল কে ছিলেন?
A. গায়ক
B. সাংবাদিক
C. প্রণেতা
D. এর কোনোটিই নয়
সাংবাদিক
Q.6.সম্প্রতি কোন দেশের ভ্যাকসিন বিজ্ঞানী ডক্টর ফিরদাউসি কাদারি রমন ম্যাগসেসে পুরস্কার জিতেছেন?
A. বাংলাদেশ
B. পাকিস্তান
C. সৌদি আরব
D. এর কোনোটিই নয়
বাংলাদেশ
Q.7. সম্প্রতি CBDT- এর চেয়ারম্যান হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে?
A. রজনীশ কুমার
B. পঙ্কজ কুমার সিং
C. জে.বি. মহাপাত্র
D. এর কোনোটিই নয়
জে.বি. মহাপাত্র
Q.8. সম্প্রতি বার্ড ফটোগ্রাফি অফ দ্যা ইয়ার 2021 পুরস্কার কে জিতেছেন?
A. রিচার্ড ভ্যালি
B. আলেহান্দ্রো প্রিয়েতো
C. ওসমান হাসান
D. এর কোনোটিই নয়
আলেহান্দ্রো প্রিয়েতো
Q.9. সম্প্রতি কোন কেন্দ্রশাসিত অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নর ‘সাথ’নামে এই উদ্যোগ শুরু করেছেন?
A.লাদাখ
B. দিল্লি
C. জম্মু-কাশ্মীর
D. এর কোনোটিই নয়
জম্মু-কাশ্মীর
Q.10. সম্প্রতি কোন IIT বিশ্বের প্রথম উদ্ভিদ ভিত্তিক স্মার্ট এয়ার পিউরিফায়ার তৈরি করেছে?
A. IIT MUMBAI
B. IIT ROPAR
C. IIT MADRAS
D. এর কোনোটিই নয়
IIT ROPAR
Q.11. সম্প্রতি কোন রাজ্য সরকার PPP ভিত্তিক একটি মেডিকেল কলেজের স্থাপনার ঘোষণা করেছেন?
A. কেরালা
B. কর্ণাটক
C. মহারাষ্ট্র
D. এর কোনোটিই নয়
মহারাষ্ট্র
Q.12. সম্প্রতি NCERT কবে তার 61 তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে?
A. 03 সেপ্টেম্বর
B. 01 সেপ্টেম্বর
C. 02 সেপ্টেম্বর
D. এর কোনোটিই নয়
01 সেপ্টেম্বর
Q.13. সম্প্রতি কোন বিশ্ববিদ্যালয় THE- WORLD UNIVERSITY RANKINGS 2022 এর শীর্ষে আছে?
A. HARVARD UNIVERSITY
B. CALIFORNIA INSTITUTE OF TECHNOLOGY
C. OXFORD UNIVERSITY
D. এর কোনোটিই নয়
OXFORD UNIVERSITY
Q.14. সম্প্রতি কোন দেশ খাদ্য জরুরি অবস্থাকে বৈদেশিক মুদ্রা সংকট হিসেবে ঘোষণা করেছে?
A. ভুটান
B. বাংলাদেশ
C. শ্রীলংকা
D. এর কোনোটিই নয়
শ্রীলংকা
Q.15. সম্প্রতি কে সর্বোচ্চ গোলদাতা ফুটবল খেলোয়াড় হয়েছেন?
A. লিওনেল মেসি
B. ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
C. নেইমার
D. এর কোনোটিই নয়
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
Q.16. সম্প্রতি কোন রাজ্য সরকার একটি নতুন ‘e-Receipt 2.0 Model’ চালু করেছে?
A. ওডিশা
B. পাঞ্জাব
C. মহারাষ্ট্র
D. এর কোনোটিই নয়
ওডিশা
Q.17. সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী পদত্যাগের ঘোষণা করেছে?
A.কিরগিজস্তান
B. জাপান
C. কানাডা
D. এর কোনোটিই নয়
জাপান
Q.18.সম্প্রতি Engineers India Limited -এর প্রথম মহিলা CMD হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে?
A. প্রতিমা মিশ্রা
B. শ্রেষ্ঠ যোশী
C. বর্তিকা শুক্লা
D. এর কোনোটিই নয়
বর্তিকা শুক্লা
Q.19. সম্প্রতি 1 থেকে 7 সেপ্টেম্বর পর্যন্ত ভারতজুড়ে প্রতিবছর কোন জাতীয় সপ্তাহ উদযাপন করা হয়?
A. জাতীয় পুষ্টি সপ্তাহ
B. জাতীয় স্তন্যপান সপ্তাহ
C. জাতীয় জ্ঞান সপ্তাহ
D. এর কোনোটিই নয়
জাতীয় পুষ্টি সপ্তাহ
Q.20. সম্প্রতি রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেড এর- CMD হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে?
A. রজনীশ কুমার
B. পঙ্কজ কুমার সিং
C. অতুল ভট্ট
D. কোনোটিই নয়
অতুল ভট্ট
Q.21.সম্প্রতি আন্তর্জাতিক শকুন সচেনতা দিবস কবে পালিত হয়েছে?
A. 02 সেপ্টেম্বর
B. 04 সেপ্টেম্বর
C. 03 সেপ্টেম্বর
D. এর কোনোটিই নয়
04 সেপ্টেম্বর
Q.22.সম্প্রতি কোন রাজ্য সরকার রাজীব গান্ধীর নামে সাইন্স সিটি স্থাপনের ঘোষণা করেছে?
A. মহারাষ্ট্র
B. পাঞ্জাব
C. পশ্চিমবঙ্গ
D. এর কোনোটিই নয়
মহারাষ্ট্র
Q.23. সম্প্রতি বিশ্বের বৃহত্তম ভাসমান সোলার পার্ক কোথায় নির্মিত হচ্ছে?
A. পুনে
B. ওমকারেশ্বর
C. আমেদাবাদ
D. এর কোনোটিই নয়
ওমকারেশ্বর
Q.24. সম্প্রতি কোন রাজ্য সরকার রাস্তা গুলিকে গর্ত করার জন্য একটি বিশেষ অভিযান শুরু করার সিদ্ধান্ত নিয়েছে?
A. রাজস্থান
B. হরিয়ানা
C. উত্তর প্রদেশ
D. এর কোনোটিই নয়
উত্তর প্রদেশ
Q.25. সম্প্রতি কোন হাইকোর্ট গরুকে জাতীয় প্রাণী হিসেবে ঘোষণা করতে বলেছে?
A. পাটনা হাই কোর্ট
B. এলাহাবাদ হাইকোর্ট
C. বোম্বে হাইকোর্ট
D. এর কোনোটিই নয়
এলাহাবাদ হাইকোর্ট
Q.26. সম্প্রতি ইস্টনিয়া এর নতুন রাষ্ট্রপতি কে হয়েছেন?
A. আলার কারিশ
B. মার্সেলো রেবেলো
C. আইজ্যাক হেরজোগ
D. এর কোনোটিই নয়
আলার কারিশ
Q.27.সম্প্রতি রাজ্যসভার নতুন সেক্রেটারী জেনারেল হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?
A. উৎপল কুমার সিং
B. ডক্টর পরাসরাম পট্টভি কেসাভা রামাচারয়ুলু
C. দেশ দীপক ভার্মা
D. এর কোনোটিই নয়
ডক্টর পরাসরাম পট্টভি কেসাভা রামাচারয়ুলু
Q.28.সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টার্টআপ ইকোসিস্টেম কোন দেশে আছে?
A. চীন
B. ভারত
C. আমেরিকা
D. এর কোনোটিই নয়
ভারত
Q.29. সম্প্রতি কোন রাজ্য চাকরির ক্ষেত্রে ক্রীড়া কোটার নীতিতে সংশোধন করার ঘোষণা করেছে?
A.সিকিম
B. মনিপুর
C. আসাম
D. এর কোনোটিই নয়
আসাম
Q.30. সম্প্রতি কে প্রথম ভারতীয় মহিলা যিনি দুটি প্যারা অলিম্পিক পদক জিতেছেন?
A. দীপা মালিক
B. আবানি লেখরা
C. পূজা রানী
D. এর কোনোটিই নয়
আবানি লেখরা