Daily Current Affairs In Bengali 05th October 2021
Q.1. সম্প্রতি কোন দেশে গান্ধী জাদুঘরের উদ্বোধন করা হয়েছে?
a. দক্ষিণ আফ্রিকা
b. নেপাল
c. বাংলাদেশ
d. এর কোনটিই নয়
বাংলাদেশ
2.2. সম্প্রতি ভারত ও কোন দেশের মধ্যে 'মিত্র শক্তি' যৌথ সামরিক মহড়া শুরু হয়েছে?
a. নেপাল
b. শ্রীলঙ্কা
c. রাশিয়া
d. এর কোনটিই নয়
শ্রীলঙ্কা
Q.3. সম্প্রতি কে Wetlands of India পাের্টাল চালু করেছেন?
a. নরেন্দ্র মােদী
b. ভূপেন্দর যাদব
c. রামনাথ কোবিন্দ
d. এর কোনটিই নয়
ভূপেন্দর যাদব
Q.4. সম্প্রতি কোন রাজ্যের 'সাদা পেঁয়াজ' GI-ট্যাগ পেয়েছে?
a. বিহার
b. মধ্যপ্রদেশ
c. মহারাষ্ট্র
d. এর কোনটিই নয়
মহারাষ্ট্র
Q.5. সম্প্রতি কোন রাজ্যের রাজ্যপাল গােরক্ষা সচেতনতা অভিযান শুরু করেছেন?
a. হরিয়ানা
b. পাঞ্জাব
c. মহারাষ্ট্র
d. এর কোনটিই নয়
পাঞ্জাব
Q.6. সম্প্রতি ভারতের প্রথম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মারা গেছেন তাঁর নাম কী?
a. ব্রজেশ মিশ্র
b. অধীর অরোরা
c. অর্জুন ভাটি
d. এর কোনটিই নয়
ব্রজেশ মিশ্র
Q.7. সম্প্রতি কোন রাজ্যের তিনটি জেলাকে অশান্ত অঞ্চল হিসাবে ঘােষণা করা হয়েছে?
a. মিজোরাম
b. নাগাল্যান্ড
c. অরুণাচল প্রদেশ
d. এর কোনটিই নয়
অরুণাচল প্রদেশ
৫.৪. সম্প্রতি কোন রাজ্য সরকার প্যাকেজড মিনাবেল ওয়াটার নিষিদ্ধ করেছে?
a. আসাম
b. সিকিম
c. উত্তরাখণ্ড
d. এর কোনটিই নয়
সিকিম
Q.9. সম্প্রতি কোন মন্ত্রক 'SACRED Portal' চালু করেছে?
a. সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়
b. কৃষি মন্ত্রণালয়
c. প্রতিরক্ষা মন্ত্রণালয়
d. এর কোনটিই নয়
সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়
Q.10. সম্প্রতি বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা কোন দেশে 4 দিনের সফরে গেছেন?
a. শ্রীলঙ্কা
b. জার্মানি
c. ফ্রান্স
d, এর কোনটিই নয়
শ্রীলঙ্কা