Daily Current Affairs In Bengali 19th October 2021
Daily Current Affairs In Bengali 19th October 2021 |
Q.1. সম্প্রতি 'দুর্যোগ ঝুঁকি হ্রাসের জন্য আন্তর্জাতিক দিবস' কবে পালিত হয়েছে?
a. 12 অক্টোবর
b. 13 অক্টোবর
c. 11 অক্টোবর
d. এর কোনটিই নয়
13 অক্টোবর
Q.2. সম্প্রতি 14 অক্টোবর কোন দিনটি পালিত হয়েছে?
a. বিশ্ব মান দিবস
b. বিশ্ব দৃষ্টি দিবস
c. আন্তর্জাতিক ই-বর্জ্য দিবস
d. উপরের সবকটি
উপরের সবকটি
Q.3. সম্প্রতি 15 অক্টোবর কোন দিনটি পালিত হয়েছে?
a. বিশ্ব ছাত্র দিবস
b. আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস
c. গ্লোবাল হ্যান্ডওয়াশিং ডে
d. উপরের সবকটিই
উপরের সবকটিই
Q.4. সম্প্রতি কোন রাজ্য সরকার সরকারী কর্মচারীদের রাজনীতি নির্বাচনে অংশ নিতে নিষেধ করেছে?
a. রাজস্থান
b. হরিয়ানা
c. অন্ধ্র প্রদেশ
d. এর কোনটিই নয়
হরিয়ানা
Q.5. সম্প্রতি গর্ভপাত সম্পর্কিত নতুন নিয়ম অনুযায়ী গর্ভপাতের সময়সীমা বাড়িয়ে কতটা করা হয়েছে?
a. 24 সপ্তাহ
b. 28 সপ্তাহ
c. 32 সপ্তাহ
d. এর কোনটিই নয়
24 সপ্তাহ
Q.6. সম্প্রতি আলেকজান্ডার শ্যালেনবার্গকে কোন দেশের নতুন চ্যান্সেলর হিসাবে নিয়ােগ করা হয়েছে?
a. অস্ট্রিয়া
b. জার্মানী
c. ব্রাজিল
d. এর কোনটিই নয়
অস্ট্রিয়া
Q.7. সম্প্রতি প্রকাশিত 'Renewable Energy Investment Attractiveness Index'-এ কে শীর্ষে রয়েছেন?
a. ভারত
b. চীন
c. আমেরিকা
d. এর কোনটিই নয়
আমেরিকা
Q.8. সম্প্রতি ভেগান লেদার ইনিশিয়েটিভের জন্য PETA-ইন্ডিয়া পুরষ্কার কে পেয়েছেন?
a. বি গোপাল
b. পি কে সাংমা
c. অচ্যুত মিশ্র
d. এর কোনটিই নয়
পি কে সাংমা
Q.9. সম্প্রতি প্রধানমন্ত্রী মােদীর উপদেষ্টা হিসাবে কাকে নিয়ােগ করা হয়েছে?
a. হরপিট কোছর
b. ডাঃ রণদীপ গুলেরিয়া
c. অমিত খারে
d. এর কোনটিই নয়
অমিত খারে
Q.10. সম্প্রতি কোন রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চল অঙ্গনওয়াডি অন হুইলস অভিযান শুরু করেছে?
a. মহারাষ্ট্র
b. রাজস্থান
c. দিল্লি
d. এর কোনটিই নয়
দিল্লি