Daily Current Affairs In Bengali 26th October 2021

Daily Current Affairs In Bengali 26th October 2021

Daily Current Affairs In Bengali 26th October 2021
 Daily Current Affairs In Bengali 26th October 2021


Q.1. সম্প্রতি 24 অক্টোবর কোন দিনটি পালিত হয়েছে?


a. জাতিসংঘ দিবস

b. বিশ্ব পােলিও দিবস

c. ITBP প্রতিষ্ঠা দিবস

d. বিশ্ব উন্নয়ন তথ্য দিবস

e. উপরের সবকটিই


e. উপরের সবকটিই


Q.2. সম্প্রতি কোন দেশ Hypersonic Missile Technology প্রযুক্তি পরীক্ষা করেছে? 


a. অস্ট্রেলিয়া

b. আমেরিকা

c. দক্ষিণ আফ্রিকা

d. উপরের সবকটিই


আমেরিকা


Q.3. সম্প্রতি 'Hitler and India' বইটি কে লিখেছেন?


a. চেতন ভগত 

b. বৈভব পুরন্দর

c. অমিতাভ ঘােষ

d. উপরের সবকটিই


বৈভব পুরন্দর


Q.4. সম্প্রতি প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোন বছরের মধ্যে প্লাস্টিক মার্কিন যুক্তরাষ্ট্রে কয়লার গ্রিনহাউস গ্যাস নির্গমনকে ছাড়িয়ে যাবে?


a. 2025 

b. 2030 

c. 2022 

d. উপবের সবকটিই


 2030 


Q.5. সম্প্রতি কোন দেশের অলিম্পিক স্পিটার  অ্যালেক্স কুইনােনেজ প্রয়াত হলেন? 


a. পেরু

b. ইকুয়েডর 

c. নামিবিয়া

d. উপবের সবকটিই


 ইকুয়েডর 


Q.6. সম্প্রতি ফৈজাবাদ জংশনের নাম পরিবর্তন কবে অযােধ্যা ক্যান্ট রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটি কোথায় অবস্থিত? 


a. তামিলনাডু

b. রাজস্থান 

c. উত্তর প্রদেশ

d. উপবের সবকটিই


উত্তর প্রদেশ


Q.7. সম্প্রতি কোন রাজ্যের শিশু অধিকার সংস্থা একটি দ্বি-বার্ষিক জার্নাল চালু করেছে? 


a.ওডিশা 

b. কেরালা

c. দিল্লি 

d. উপবের সবকটিই


দিল্লি 


Q.8. সম্প্রতি হােয়াইট হাউসের স্টাফ সেক্রেটারি হিসাবে কার নাম ঘােষণা করা হয়েছে? 


a. অর্চিতা গার্গ 

b. নীরা টানাডান

c. নিমিশা চোপড়া

d. উপবের সবকটিই


নীরা টানাডান


Q.9. সম্প্রতি কোন রাজ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেবা হি সংগঠন কর্মসূচির আওতায় মােদী ভ্যান চালু করেছেন?


a. রাজস্থান

b. অন্ধ্র প্রদেশ

c. উত্তর প্রদেশ

d. উপবের সবকটিই


উত্তর প্রদেশ


Q.10. সম্প্রতি রাজস্থানের কোন জেলা প্রথম জেলা হিসাবে 100% টিকা করণ করা হয়েছে?


a. চুরু

b. সিকার

c. প্রতাপগড় 

d. উপবের সবকটিই


প্রতাপগড় 


 Daily Current Affairs In Bengali 26th October 2021

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.