Daily Current Affairs In Bengali 27th October 2021
Daily Current Affairs In Bengali 27th October 2021 |
Q.1. সম্প্রতি 'আন্তর্জাতিক শিল্পী দিবস কবে পালিত হয়েছে?
a. 24 অক্টোবর
b. 25 অক্টোবর
c. 23 অক্টোবর
d. এর কোনটিই নয়
25 অক্টোবর
Q.2. সম্প্রতি মহাকাশের আবর্জনা (Space Debris) কমাতে চীন যে নতুন উপগ্রহটি উৎক্ষেপণ করেছে তাকে কী নাম দেওয়া হয়েছে?
a. Chang'e-5
b. Tianwen -1
c . Shijian-21
d. এর কোনটিই নয়
Shijian-21
Q.3. সম্প্রতি কে তার নতুন সংকলন 'Writing for My Life' প্রকাশ করেছে?
a. চেতন ভগত
b. রাস্কিন বন্ড
c. অমিতাভ ঘােষ
d. এর কোনটিই নয়
রাস্কিন বন্ড
Q.4. সম্প্রতি কোন শহরের পুলিশ সাথ সাথ অব অউর ভি পাস' উদ্যোগ শুরু করেছে?
a. ভােপাল
b. জয়পুর
c. হায়দ্রাবাদ
d. এর কোনটিই নয়
হায়দ্রাবাদ
Q.5. সম্প্রতি কোন ভারতীয় চলচ্চিত্র অস্কার 2022 এর জন্য ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসাবে মনােনীত হয়েছে?
a. কুনঝগল
b. প্যারাসাইট
c. নােমাডল্যান্ড
d. এর কোনটিই নয়
কুনঝগল
Q.6. সম্প্রতি International Monetary Fund-এর প্রধান অর্থনীতিবিদ পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তার নাম কী?
a. প্রীতি প্যাটেল
b. অনুশুলা কান্ত
c. গীতা গােপীনাথ
d. এর কোনটিই নয়
গীতা গােপীনাথ
Q.7. সম্প্রতি কোন দেশ জলবায়ু পরিবর্তনকে 'জাতীয় নিরাপত্তা ইস্যু হিসাবে ঘােষণা করেছে?
a.ইতালি
b. ফ্রান্স
c. ইজরায়েল
d. এর কোনটিই নয়
ইজরায়েল
Q.8. সম্প্রতি টেক্সাসে আয়ােজিত 'United States Grand Prix' কে জিতেছেন?
a. লুইস হ্যামিল্টন
b. ম্যাক্স ভাস্টাপেন
c. সের্জিও পেরেজ
d. এর কোনটিই নয়
ম্যাক্স ভাস্টাপেন
Q.9. সম্প্রতি সত্যজিৎ রায় লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কারের জন্য কার নাম ঘােষণা করা হয়েছে?
a. মাটিন স্করসেস
b. এস্টেভেন সাজাবো
c. A এবং B উভয়েই
d. এর কোনটিই নয়
A এবং B উভয়েই
Q.10. সম্প্রতি প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করে কোন দেশের সেনাবাহিনী ক্ষমতা দখল করেছে?
a. পেরু
b. সুদান
c. নামিবিয়া
d. এর কোনটিই নয়
সুদান