Daily Current Affairs In Bengali 01 & 2nd October 2021
Daily Current Affairs In Bengali 01 & 2nd October 2021 |
Q.1. সম্প্রতি 'বিশ্ব হৃদয় দিবস কবে পালিত হয়েছে?
a. 28 September
b. 29 September
c. 27 September
d. এর কোনটিই নয়
29 September
Q.2. সম্প্রতি 'আন্তর্জাতিক অনুবাদ দিবস কবে পালিত হয়েছে?
a. 29 September
b. 30 September
c. 28 September
d, এর কোনটিই নয়
30 September
Q.3. সম্প্রতি T20 বিশ্বকাপের Theme Anthem কে চালু করেছেন?
a. FIH
b. BCCI
c. ICC
d. এর কোনটিই নয়
ICC
Q.4. সম্প্রতি কেন্দ্রীয় সরকার 'মিড ডে মিল স্কিম'-এর নাম পরিবর্তন করে কী করেছে?
a.পােসান মিল
b. প্রধানমন্ত্রী পুষ্টি প্রকল্প
c. ভােজ পােসান
d. এর কোনটিই নয়
প্রধানমন্ত্রী পুষ্টি প্রকল্প
Q.5. সম্প্রতি প্রকাশিত IIFL Hurun India Rich List 2021-এ কে শীর্ষে রয়েছেন?
a. গৌতম আদানি
b. মুকেশ আম্বানি
c. শিব নাদার
d. এর কোনটিই নয়
মুকেশ আম্বানি
Q.6. সম্প্রতি বজরা কে কোন রাজ্যের ভবন্তর ভরপাই যােজনার আওতায় অন্তর্ভুক্ত করা হবে?
a. হরিয়ানা
b. রাজস্থান
c. উত্তর প্রদেশ
d. এর কোনটিই নয়
হরিয়ানা
Q.7. সম্প্রতি কে NIDHI 2.0 প্রকল্পের উদ্বোধন করেছেন?
a. নরেন্দ্র মােদী
b.ওম বিড়লা
c. রাজনাথ সিং
d. এর কোনটিই নয়
ওম বিড়লা
Q.8. সম্প্রতি 'তাই-আহােম এবং মাতাক' সম্প্রদায় কোন রাজ্যে তফসিলি উপজাতির (ST) মর্যাদা দাবি করছে?
a. ওডিশা
b. আসাম
c. অন্ধ্র প্রদেশ
d. এর কোনটিই নয়
আসাম
Q.9. সম্প্রতি ফুমিও কিশিদা কোন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন?
a. সিঙ্গাপুর
b. দক্ষিণ কোরিয়া
c. জাপান
d. এর কোনটিই নয়
জাপান
Q.10. সম্প্রতি কে সফলভাবে রেথিওন হাইপারসনিক অস্ত্র পরীক্ষা করেছে?
a. আমেরিকা
b. আইসল্যান্ড
c. নিউজিল্যান্ড
d. এর কোনটিই নয়
আমেরিকা
Q.11. সম্প্রতি NABARD কোন রাজ্যে চমরী গাই পালনের জন্য ঋণ প্রকল্প অনুমােদন করেছে?
a. রাজস্থান
b. অন্ধ্র প্রদেশ
c. অরুণাচল প্রদেশ
d. এর কোনটিই নয়
অরুণাচল প্রদেশ
Q.12. সম্প্রতি গ্লোবাল লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2021-এ কাকে সম্মানিত করা হয়েছে?
a. দেবব্রত মুখার্জি
b. দীনেশ শাহরা
c. বিজয় গােখলে
d. এর কোনটিই নয়
দীনেশ শাহরা
Q.13. সম্প্রতি কোন দেশ 2028 সালে চাঁদে Crew প্রোব পাঠাতে সক্ষম একটি রকেট উৎক্ষেপণ করবে?
a. রাশিয়া
b. জাপান
c. চীন
d. এর কোনটিই নয়
চীন
Q.14. সম্প্রতি কোন শহরে মুখ্যমন্ত্রী যােগী আদিত্যনাথ নির্ভয়া-এক প্যাহেল' কর্মসূচি শুরু করেছেন?
a. গোরক্ষপুর
b. লখনউ
c. বারাণসী
d. এর কোনটিই নয়
লখনউ
Q.15. সম্প্রতি USIBC গ্লোবাল লিডারশিপ অ্যাওয়ার্ড কাকে প্রদান করা হবে?
a. শিব নাদার
b. রতন টাটা
c. বিজয় গােখলে
d. এর কোনটিই নয়
শিব নাদার
Q.16. সম্প্রতি নাজলা বাউডেন রোমধানে কোন দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত করা হয়েছে?
a. অস্ট্রিয়া
b. নামিবিয়া
c. টিউনিসিয়া
d. এর কোনটিই নয়
টিউনিসিয়া
Q.17. সম্প্রতি কোন প্রদেশ কংগ্রেস দলের সভাপতি নভজ্যোত সিং সিধু তাঁর পদ থেকে পদত্যাগ করেছেন?
a. পাঞ্জাব
b. বিহার
c. গুজরাট
d. এর কোনটিই নয়
পাঞ্জাব
Q.18. সম্প্রতি National Basketball Association-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে হয়েছেন?
a. অক্ষয় কুমার
b. রণবীর সিং
c. বিরাট কোহলি
d. এর কোনটিই নয়
রণবীর সিং
Q.19. সম্প্রতি আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী দিল্লিতে স্বচ্ছ সর্বেক্ষণ এর কোন সংস্করণটি চালু করেছেন?
a. পঞ্চম
b. সপ্তম
c. অষ্টম
d. এর কোনটিই নয়
সপ্তম
Q.20. সম্প্রতি কোন মন্ত্রক প্রবীণ নাগরিকদের জন্য ভারতের প্রথম অল ইন্ডিয়া হেল্পলাইন 'Elder Line' চালু করেছে?
a. শিক্ষা মন্ত্রণালয়
b. সংস্কৃতি মন্ত্রণালয়
c. সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়
d. এর কোনটিই নয়
সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়