Daily Current Affairs In Bengali 04th November 2021
4 November 2021
Q.1. সম্প্রতি 'সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের দায়মুক্তি শেষ করার আন্তর্জাতিক দিবস' কবে পালন করা হয়েছে?
a. 03 নভেম্বর
b. 02 নভেম্বর
c. 01 নভেম্বর
d. এর কোনটিই নয়
02 নভেম্বর
Q.2. সম্প্রতি NITI Aayog-এর রিপাের্ট অনুযায়ী ভারতের কত কোটি মানুষের কোনও স্বাস্থ্য বীমা নেই?
a. 40 কোটি
b. 32 কোটি
c. 65 কোটি
d, এর কোনটিই নয়
40 কোটি
Q.3. সম্প্রতি বৈদ্যুতিক যানবাহনের জন্য ওডিশা সরকার মােটর যানবাহন কর এবং নিবন্ধন ফি-তে কত শতাংশ ছাড় দেওয়ার ঘােষণা করেছে?
a. 50%
b. 70%
c. 100%
d. এর কোনটিই নয়
100%
Q.4. সম্প্রতি 'পবন কাপুর' কোন দেশে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হয়েছেন?
a. ফিলিপাইন
b. সিঙ্গাপুর
c. রাশিয়া
d. এর কোনটিই নয়
রাশিয়া
Q.5. সম্প্রতি ভারতের মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র কোন দেশের রাষ্ট্রপতি নির্বাচনের তদারকি করেছেন?
a. উজবেকিস্তান
b. ইন্দোনেশীয়
c. নেপাল
d. এর কোনটিই নয়
উজবেকিস্তান
Q.6. সম্প্রতি দীনেশ কে পট্টনায়েক কে কোন দেশে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসাবে নিয়ােগ করা হয়েছে?
a. স্পেন
b. ইতালি
c. ফ্রান্স
d. এর কোনটিই নয়
স্পেন
Q.7. সম্প্রতি কোন মেট্রো রেলকে Best Passenger Service And satisfaction Award-এ পুরস্কৃত করা হয়েছে?
a. দিল্লি মেট্রো রেল কর্পোরেশন
b. চেন্নাই মেট্রো
c. কলকাতা মেট্রো রেল কর্পোরেশন
d, এর কোনটিই নয়
দিল্লি মেট্রো রেল কর্পোরেশন
Q.8. সম্প্রতি National Defence Academy-র কমান্ড্যান্ট হিসাবে কে দায়িত্ব গ্রহণ করেছেন?
a. পৃথ্বী সিং
b. সঞ্জীব কাপুর
c. সঞ্জয় মিত্ৰ
d. এর কোনটিই নয়
সঞ্জীব কাপুর
Q.9. সম্প্রতি কোন শব্দটি Oxford Dictionary-তে 'Word of the Year 2021' হয়ে উঠছে ?
a. Lockdown
b. Corona
c. Vax
d. এর কোনটিই নয়
Vax
Q.10. সম্প্রতি Sunjay Sudhir কে ভারতের রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত করা হয়েছে কোন দেশে?
a. নেপাল
b. সংযুক্ত আরব আমিরাত
c. বাংলাদেশ
d. এর কোনটিই নয়
সংযুক্ত আরব আমিরাত