Daily Current Affairs In Bengali 06th November 2021

Daily Current Affairs In Bengali 06th November 2021

Daily Current Affairs In Bengali 06th November 2021
Daily Current Affairs In Bengali 06th November 2021


6 November 2021 


Q.1. সম্প্রতি কোন দেশ বিদেশী মুদ্রা ব্যবহাবের উপর নিষেধাজ্ঞা ঘােষণা করেছে? 


a. সুদান

b. ইথিওপিয়া

c. আফগানিস্তান

d. এর কোনটিই নয়


আফগানিস্তান


Q.2. সম্প্রতি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে কোন মিশনকে অন্তর্ভুক্ত করা হয়েছে? 


a. আত্মনির্ভর ভারত মিশন

b. স্বচ্ছ ভারত মিশন 

c. স্বচ্ছ গঙ্গা জাতীয় মিশন

d. এর কোনটিই নয়


 স্বচ্ছ গঙ্গা জাতীয় মিশন


Q.3. সম্প্রতি কোন রাজ্য সরকার বিক্ষোভ কারীদের কাছ থেকে ক্ষতিপূরণ সংগ্রহের জন্য একটি আইন আনার ঘােষণা করেছে? 


a. মহারাষ্ট্র 

b. মধ্যপ্রদেশ

c. ঝাড়খন্ড

d. এর কোনটিই নয়


মধ্যপ্রদেশ


Q.4. সম্প্রতি 'সঞ্জয় ভট্টাচার্য' কোন দেশে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হয়েছেন?


a. স্পেন 

b. রাশিয়া 

c. সুইজারল্যান্ড

d. এর কোনটিই নয়


সুইজারল্যান্ড


Q.5. সম্প্রতি ভারত এবং কোন দেশ ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক অফ সােলার পাওয়ার গ্রিড চালু করেছে? 


a. ভারত

b. ব্রিটেন

c. চিন 

d. এর কোনটিই নয়


ব্রিটেন


Q.6. সম্প্রতি বুকার পুরস্কার 2021 কে জিতেছে?


a. ডেমন গ্যালগুট

b. শুগি বেইন

c. অমিতাব ঘােষ

d. এর কোনটিই নয়


ডেমন গ্যালগুট


Q.7. সম্প্রতি কোন সােশ্যাল মিডিয়া সংস্থা Face recognition সিস্টেম করার সিদ্ধান্ত নিয়েছে? 


a. twitter 

b. facebook 

c. snapchat 

d. এর কোনটিই নয়


Facebook 


Q.৪. সম্প্রতি সিন্ধু নদী ডলফিনের গননা শুরু করার কথা কে ঘােষণা করেছে?


a. তেলেঙ্গানা 

b. পাঞ্জাব

c. মহারাষ্ট্র

d. এর কোনটিই নয় 


পাঞ্জাব


Q.9. সম্প্রতি প্রকাশিত 'ICC T20 Batting Rankings'-এ কে শীর্ষে রয়েছেন? 


a. Aaron Finch 

b. ডেভিড মালান

c. বাবর আজম

d. এর কোনটিই নয়


বাবর আজম


Q.10. সম্প্রতি কোন দেশ সফলভাবে স্মার্ট অ্যান্টিএয়ারফিল্ড ওয়েপন' পরীক্ষা করেছে? 


a. নেপাল

b. ভারত

c. বাংলাদেশ

d. এর কোনটিই নয়

ভারত


Daily Current Affairs In Bengali 05th November 2021

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.