Daily Current Affairs In Bengali 09th to 11th November 2021

Daily Current Affairs In Bengali 09th to 11th November 2021

Daily Current Affairs In Bengali 09th to 11th November 2021
Daily Current Affairs In Bengali 09th to 11th November 2021


9 & 10 November 2021 


Q.1. সম্প্রতি 'জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস কবে পালিত হয়েছে?


a. 06 নভেম্বর

b. 07 নভেম্বর

c. 05 নভেম্বর

d. এর কোনটিই নয়

07 নভেম্বর



Q.2. সম্প্রতি ৪ নভেম্বর সারা বিশ্বে কোন দিনটি পালিত হয়েছে?


a. বিশ্ব নগরবাদ দিবস

b. আন্তর্জাতিক রেডিওলজি দিবস

c. A&B উভয়েই

d. এর কোনটিই নয়

A&B উভয়েই



Q.3. সম্প্রতি উত্তর প্রদেশের কোন শহরে একসাথে 941551 টি প্রদীপ জ্বালানাের জন্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড-এ নথিভুক্ত হয়েছে?


a. লখনউ

b. অযােধ্যা

c. মথুরা

d. এর কোনটিই নয়


অযােধ্যা


Q.4. সম্প্রতি কোন দেশের খেলােয়াড় সারা টেলর পুরুষদের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দলের প্রথম মহিলা কোচ হয়েছেন?


a. নিউজিল্যান্ড

b. অস্ট্রেলিয়া

c. ইংল্যান্ড

d. এর কোনটিই নয়


ইংল্যান্ড


Q.5. সম্প্রতি নেলসন ম্যান্ডেলা নােবেল শান্তি পুরস্কারের জন্য প্লেব্যাক গান এবং অভিনয়ে কাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়েছিল?


a. অজয় কুমার শর্মা

b. আদিত্য নারায়ণ

c. প্রেরণা সিনহা

d. এর কোনটিই নয়


আদিত্য নারায়ণ


Q.6. সম্প্রতি কোন রাজ্যের চাম্বা চপ্পল, লাহুলের বােনা মােজা এবং গ্লাভস Gl ট্যাগ পেয়েছে?


a. উত্তরাখণ্ড

b. হিমাচল প্রদেশ

c. জম্মু ও কাশ্মীর 

d. এর কোনটিই নয়


হিমাচল প্রদেশ


Q.7. সম্প্রতি কেন্দ্রীয় সরকার কোন বিমানবন্দরটিকে 'মেজর এয়ারপাের্ট হিসাবে ঘােষণা করেছে?


a. ভােপাল বিমানবন্দর

b. পুনে বিমানবন্দর

c. শ্রীনগর বিমানবন্দর

d. এর কোনটিই নয় 


শ্রীনগর বিমানবন্দর


Q.8. সম্প্রতি 642 বিলিয়ন ডলার নিয়ে বৈদেশিক মুদ্রার মজুদের ক্ষেত্রে ভারত কোন স্থানে পৌঁছেছে?


a. তৃতীয় 

b. চতুর্থ

c. দ্বিতীয়

d. এর কোনটিই নয়


চতুর্থ


Q.9. সম্প্রতি কোন রাজ্য পূর্ব পশ্চিম খাসি হিলস জেলা নামে একটি নতুন জেলা তৈরির অনুমােদন দিয়েছে?


a.মেঘালয়

b. কর্ণাটক

c. তামিলনাড়ু

d. এর কোনটিই নয়


মেঘালয়


Q.10. সম্প্রতি ভারতের প্রথম রুফটপ ড্রাইভ-ইন থিয়েটার কোথায় চালু হয়েছে?


a. মুম্বাই

b. ব্যাঙ্গালাের

c. দিল্লি

d, এর কোনটিই নয়


মুম্বাই


Q.11. সম্প্রতি Global Leader Approval Ratings -এ কে শীর্ষে বয়েছে?


a. জো বাইডেন 

b. নরেন্দ্র মােদী

c. বরিস জনসন

d, এর কোনটিই নয়


 নরেন্দ্র মােদী


Q.12. সম্প্রতি কোন বিশ্ববিদ্যালয় QS Asia University Rankings 2022 শীর্ষে রয়েছে? 


a. IIT দিল্লি

b. IIT বােম্বে

c. সিঙ্গাপুর বিশ্ববিদ্যালয় 

d. এর কোনটিই নয়


সিঙ্গাপুর বিশ্ববিদ্যালয় 


Q.13. সম্প্রতি কার 133 তম জন্মবার্ষিকী সম্প্রতি 07 নভেম্বর 2021 তারিখে উদযাপিত হয়েছে?


a. আদি শঙ্করাচার্য

b. সিভি রমন

c. আচার্য নবেন্দ্র দেব

d. এর কোনটিই নয়


সিভি রমন


Q.14. সম্প্রতি কোন দেশ সবুজ প্রকল্পের অর্থায়নের জন্য বিশ্ব ব্যাংককে 'ইন্ডিয়া গ্রিন গ্যারান্টি প্রদান করতে চলেছে?


a. জাপান 

b. আমেরিকা

c. ব্রিটেন

d. এর কোনটিই নয়


ব্রিটেন


Q.15. সম্প্রতি নােভাক জকোভিচ 37 তম মাস্টার্স শিরােপা কোথায় জিতেছেন?


a. নিউজিল্যান্ড

b. অস্ট্রেলিয়া

c. ফ্রান্স

d. এর কোনটিই নয়


ফ্রান্স


Q.16. সম্প্রতি 2020 সালের জন্য তেনজিং নােরগে জাতীয় অ্যাডভেঞ্চার পুরষ্কার কাকে দেওয়া হবে?


a. সুমন্ত গর্গ

b. প্রিয়াঙ্কা মােহিত

c. আদিত্য নারায়ণ

d. এর কোনটিই নয়


প্রিয়াঙ্কা মােহিত


Q.17. সম্প্রতি ISSF প্রেসিডেন্টস কাপ-এ সৌরভ চৌধুরী কোন পদক জিতেছেন? 


a. সিলভার 

b. ব্রোঞ্জ 

c. গোল্ড 

d. এর কোনটিই নয়


ব্রোঞ্জ 


Q.18. সম্প্রতি কোন রাজ্য দেশের প্রথম বাঁশ দ্বারা ক্রিকেট ব্যাট এবং স্টাম্প তৈরি করেছে?


a. ওডিশা

b. ত্রিপুরা

c. নাগাল্যান্ড

d. এর কোনটিই নয়


ত্রিপুরা


Q.19. সম্প্রতি ভারতের 71তম গ্র্যান্ডমাস্টার কে হয়েছেন?


a. হর্ষিত রাজা

b. সংকল্প গুপ্ত

c. রাজা ঋত্বিক

d. এর কোনটিই নয়


সংকল্প গুপ্ত


Q.20. সম্প্রতি সর্বকনিষ্ঠ বােলার কে যিনি 400টি উইকেট নিয়েছেন -T20 তে ?


a. সমীর খান

b. রশিদ খান

c. প্রথিক আর্য

d. এর কোনটিই নয়


রশিদ খান


11 November 2021 


Q.21. সম্প্রতি জাতীয় আইনি পরিষেবা দিবস' কবে পালিত হয়েছে?


a. 07 নভেম্বর

b. 09 নভেম্বর

c. 08 নভেম্বর

d. এর কোনটিই নয়


 09 নভেম্বর


Q.22. সম্প্রতি উত্তর ভারতের অন্যতম বৃহত্তম গবাদি পশু মেলা পুষ্কার মেলা কোথায় শুরু হয়েছে?


a. উত্তরাখণ্ড

b. রাজস্থান 

c. বিহার

d. এর কোনটিই নয়


রাজস্থান 


Q.23. সম্প্রতি কোন দেশের সেনাপ্রধান চার দিনের ভারত সফরে এসেছেন? 


a. নিউজিল্যান্ড

b, অস্ট্রেলিয়া

c.নেপাল

d. এর কোনটিই নয়


নেপাল


Q.24. সম্প্রতি কোন রাজ্য ৯ই নভেম্বর তার প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে?


a. ওডিশা

b. হরিয়ানা

c. উত্তরাখণ্ড

d. এর কোনটিই নয়


উত্তরাখণ্ড


Q.25. সম্প্রতি প্রকাশিত Environmental Performance Index-a বায়ু দূষণের ক্ষেত্রে বিশ্বে ভারতের স্থান কত?


a. 168 

b. 139 

c. 135 

d. এর কোনটিই নয়


168 


Q.26. সম্প্রতি UNESCO ক্রিয়েটিভ সিটিজ নেটওয়ার্কে(UCCN)কোন শহরকে অন্তর্ভুক্ত করা হয়েছে?


a. মুম্বাই

b. সুরাট 

c. শ্রীনগর

d. এর কোনটিই নয়


শ্রীনগর


Q.27. সম্প্রতি কোন ব্যাংক পেনশনভােগীদের জন্য ভিডিও লাইফ সাটিফিকেট সুবিধা চালু করেছে?


a. PNB 

b. SBI 

c. BOB 

d. এর কোনটিই নয়


SBI 


Q.28. সম্প্রতি ভারতের 72 তম গ্র্যান্ডমাস্টার কে হয়েছেন?


a. সংকল্প গুপ্তা 

b. মিত্রভা গুহ

c. রাজা ঋত্বিক

d. এর কোনটিই নয়


মিত্রভা গুহ


Q.29. সম্প্রতি কে তার নতুন বই 'The cinema of Satyajit Ray' লঞ্চ করেছেন?


a. সুধা মূর্তি 

b. প্রতীক সিনহা

c. ভাস্কর চট্টপাধ্যায়

d. এর কোনটিই নয় 


ভাস্কর চট্টপাধ্যায়


Q.30. সম্প্রতি মেক্সিকো সিটি গ্র্যান্ড প্রিক্স কে জিতেছে?


a. ভালটেরি বটটাস

b. লুইস হ্যামিল্টন

c. ম্যাক্স ভাস্টাপেন

d. এর কোনটিই নয়

ম্যাক্স ভাস্টাপেন


Daily Current Affairs In Bengali 08th November 2021

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.