Daily Current Affairs In Bengali 12th November 2021

Daily Current Affairs In Bengali 12th November 2021

Daily Current Affairs In Bengali 12th November 2021
Daily Current Affairs In Bengali 12th November 2021


12 November 2021 


Q.1. সম্প্রতি 'শান্তি ও উন্নয়নের জন্য বিশ্ব বিজ্ঞান দিবস' কবে পালিত হয়েছে?


a. 09 নভেম্বর

b. 10 নভেম্বর

c. 08 নভেম্বর

d. এর কোনটিই নয়


10 নভেম্বর


Q.2. সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী স্মার্ট হেলথ কার্ড বিতরণ শুরু করেছেন?


a. উত্তরাখণ্ড

b. ওডিশা 

c. জম্মু ও কাশ্মীর

d. এর কোনটিই নয়


ওডিশা 


Q.3. সম্প্রতি গঙ্গা যােগাযােগ প্রদর্শনীর উদ্বোধন কোথায় হয়েছে?


a. ওয়েলিংটন

b. ক্যানবেরা

c. গ্লাসগাে

d. এর কোনটিই নয়


গ্লাসগাে


Q.4. সম্প্রতি দেশের পরবর্তী নৌসেনা প্রধান হিসাবে কাকে নিয়ােগ করা হয়েছে?


a. বিবেক রাম চৌধুরী

b. হারি কুমার

c. কে নটরাজন

d. এর কোনটিই নয়


হারি কুমার


Q.5. সম্প্রতি ভারত এবং কোন দেশ উদ্ভাবন এবং দ্বৈত ব্যবহার প্রযুক্তি নিয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছে?


a. ফ্রান্স

b. ইজরায়েল

c. জার্মানী

d. এর কোনটিই নয়


ইজরায়েল


Q.6. সম্প্রতি পুরুষদের T20 আন্তর্জাতিকে তৃতীয় ক্রিকেটার কে হলেন যিনি 3000 রান করেছেন?


a. রােহিত শর্মা

b.বিরাট কোহলি 

c. মার্টিন গাপ্টিল 

d. এর কোনটিই নয়


রােহিত শর্মা


Q.7. সম্প্রতি কোনটি প্রথম ভারতীয় ব্র্যান্ড হিসাবে 5G স্মার্টফোন লঞ্চ করেছে?


a. Lava 

b. Intex 

c. Micromax 

d. এর কোনটিই নয়


 Lava 


Q.8. ভারতীয় ক্রিকেট T20 দলের নতুন অধিনায়ক ও সহ-অধিনায়ক হিসেবে কাকে নিয়ােগ করা হয়েছে?


a. রােহিত শর্মা

b. কে এল রাহুল

c. উপরের উভয়ই

d. এর কোনটিই নয়


উপরের উভয়ই


Q.9. সম্প্রতি মথুরায় 'ব্রজ উৎসব’-এর উদ্বোধন কে করেছেন?


a. রামনাথ কোবিন্দ

b. নরেন্দ্র মােদী

c. যােগী আদিত্যনাথ

d. এর কোনটিই নয়


যােগী আদিত্যনাথ


Q.10. সম্প্রতি NDRF নতুন মহাপরিচালক কে হয়েছেন?


a. রাজিব কুমার মিত্র

b. অতুল কারওয়াল

c. শাকিল বর্ধন

d. এর কোনটিই নয়

অতুল কারওয়াল


Daily Current Affairs In Bengali 09th to 11th November 2021

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.