Daily Current Affairs In Bengali 13th November 2021
Daily Current Affairs In Bengali 13th November 2021 |
13 November 2021
Q.1. সম্প্রতি জাতীয় শিক্ষা দিবস কবে পালিত হয়েছে?
a. 10 নভেম্বর
b. 11 নভেম্বর
c. 09 নভেম্বর
d. এর কোনটিই নয়
11 নভেম্বর
Q.2. সম্প্রতি COP-26-এ ভারত বৈদ্যুতিক যানবাহনের (EV) জন্য কোন পাের্টালটি চালু করেছে?
a. e-Amrit
b. e-Shram
c. MY - GOV
d. এর কোনটিই নয়
e-Amrit
Q.3. সম্প্রতি কোন দেশ দিওয়ালি উপলক্ষে মহাত্মা গান্ধীর সৃতিতে একটি স্মারক মুদ্রা উন্মােচন করেছে?
a. ব্রিটেন
b. মালি
c. জর্জিয়া
d. এর কোনটিই নয়
ব্রিটেন
Q.4. সম্প্রতি কোন রাজ্য LEADS সূচকে শীর্ষে রয়েছে?
a. পাঞ্জাব
b. হরিয়ানা
c. গুজরাট
d. এব কোনটিই নয়
গুজরাট
Q.5. সম্প্রতি কোন রাজ্য সরকার একটি সড়ক সুরক্ষা উদ্যোগ 'রক্ষক' চালু করেছে?
a. আসাম
b. নাগাল্যান্ড
c. ওডিশা
d. এর কোনটিই নয়
ওডিশা
Q.6. সম্প্রতি Amway ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কাকে নিয়ােগ করা হয়েছে?
a. অমিতাভ বচ্চন
b. দীপিকা পাদুকন
c. কে এল বাহুল
d. এর কোনটিই নয়
অমিতাভ বচ্চন
Q.7. সম্প্রতি প্রকাশিত 'জলবায়ু পরিবর্তন কর্মক্ষমতা সূচক'-এ ভারতের স্থান কত?
a. 09TH
b. 07TH
c. 10TH
d. এর কোনটিই নয়
10TH
Q.8. সম্প্রতি দেশের সবচেয়ে স্ব-নির্মিত ধনী মহিলা কে হয়েছেন?
a. রোশনি নাদার
b. ফাল্গুনী নায়ার
c. প্রেরানা মিত্তল
d. এর কোনটিই নয়
ফাল্গুনী নায়ার
Q.9. সম্প্রতি কেন্দ্রীয় সরকার 'বিরসা মুন্ডা'র জন্মবার্ষিকীকে কোন দিন হিসাবে উদযাপন করার ঘােষণা করেছে?
a. আদিবাসী উন্নয়ন দিবস
b. আদিবাসী সাহস দিবস
c. আদিবাসী গৌরব দিবস
d. এর কোনটিই নয়
আদিবাসী গৌরব দিবস
Q.10. সম্প্রতি কোন দেশ আন্তর্জাতিক সৌর মােট সম্পর্কিত চুক্তি স্বাক্ষরকারী 101 তম দেশ হয়ে উঠেছে?
a. পর্তুগাল
b.নিউজিল্যান্ড
c. আমেরিকা
d. এর কোনটিই নয়
আমেরিকা