Daily Current Affairs In Bengali 15th November 2021
Daily Current Affairs In Bengali 15th November 2021 |
15 November 2021
Q.1. সম্প্রতি বিশ্ব দয়া দিবস' কবে পালিত হয়েছে?
a. 12 নভেম্বর
b. 13 নভেম্বর
C. 11 নভেম্বর
d. এর কোনটিই নয়
13 নভেম্বর
Q.2. সম্প্রতি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ কোন দেশের সেনাপ্রধানকে ভারতীয় সেনাবাহিনীর জেনারেল পদমর্যাদা দিয়েছেন?
a. পর্তুগাল
b. নিউজিল্যান্ড
c. নেপাল
d. এব কোনটিই নয়
নেপাল
Q.3. সম্প্রতি 2022 সালে জলবায়ু পরিবর্তন নিয়ে COP27 কে হােস্ট করবে?
a. ফ্রান্স
b. মিশর
c. সংযুক্ত আরব আমিরাত
d. এর কোনটিই নয়
মিশর
Q.4. সম্প্রতি কোন মহাকাশ সংস্থা ভারতীয় বংশােদ্ভূত মহাকাশচারী রাজা চারীর নেতৃত্বে 3 ক্রু মিশন চালু করেছে?
a. NASA
b. SpaceX
c. উপরের উভয়েই
d. এর কোনটিই নয়
উপরের উভয়েই
Q.5. সম্প্রতি AQI অনুসারে ভারতের কোন শহরটি বিশ্বের 10টি প্রধান শহরে অন্তর্ভুক্ত রয়েছে যার বায়ুর গুণমান সবচেয়ে খারাপ?
a. দিল্লি
b. কলকাতা
c. মুম্বাই
d. উপরের সবকটি
উপরের সবকটি
Q.6. সম্প্রতি UN-WFP-র শুভেচ্ছা দূত হিসেবে কাকে নিয়ােগ করা হয়েছে?
a. ড্যানিয়েল ব্রুইল
b.ভিন ডিজেল
c. প্রিয়াঙ্কা চোপড়া
d. এর কোনটিই নয়
ড্যানিয়েল ব্রুইল
Q.7. সম্প্রতি কোন মন্ত্রক 'আজাদি কা অমৃত মহােৎসব অ্যাপ চালু করেছে?
a. পররাষ্ট্র মন্ত্রণালয়
b. শিক্ষা মন্ত্রণালয়
c. সংস্কৃতি মন্ত্রণালয়
d. এর কোনটিই নয়
সংস্কৃতি মন্ত্রণালয়
Q.৪. সম্প্রতি 'হেসে আর্ট' আলােচনায় রয়েছে এটি কোন রাজ্যের সাথে সম্পর্কিত?
a. কেরালা
b. কর্ণাটক
c. ওডিশা
d. এর কোনটিই নয়
কর্ণাটক
Q.9. সম্প্রতি কে একটি নতুন বই 'Unshackling India' লিখেছে?
a. অজয় ছিব্বর
b. সালমান আনিস সােজ
c. উপরের উভয়েই
d. এর কোনটিই নয়
উপরের উভয়েই
Q.10. সম্প্রতি NCB-র মহাপরিচালক হিসাবে কাকে নিয়ােগ করা হয়েছে?
a. অতুল কারওয়াল
b. এসএন প্রধান
c. পিসি মােদী
d. এর কোনটিই নয়
এসএন প্রধান