Daily Current Affairs In Bengali 17th November 2021
Daily Current Affairs In Bengali 17th November 2021 |
17 November 2021
Q.1. সম্প্রতি আন্তর্জাতিক সহনশীলতা দিবস কবে পালিত হয়েছে?
a. 15 নভেম্বর
b. 16 নভেম্বর
c. 14 নভেম্বর
d. এর কোনটিই নয়
16 নভেম্বর
Q.2. সম্প্রতি দ্বিপাক্ষিক সামরিক মহড়া Ex. SHAKTI ভারত এবং কোন দেশের মধ্যে শুরু হয়েছে?
a. রাশিয়া
b. ফ্রান্স
c. ইতালি
d. এর কোনটিই নয়
ফ্রান্স
Q.3. সম্প্রতি ভারতের সেনাবাহিনী এবং কোন দেশ একটি যৌথ সাইকেল রেলি আয়ােজন করছে?
a. নেপাল
b. শ্রীলঙ্কা
c. বাংলাদেশ
d. এর কোনটিই নয়
বাংলাদেশ
Q.4. সম্প্রতি 'জৌলজিবি'-র বাণিজ্য মেলার উদ্বোধন কোথায় হয়েছে?
a. হরিয়ানা
b. উত্তরাখণ্ড
c. রাজস্থান
d. এর কোনটিই নয়
উত্তরাখণ্ড
Q.5. সম্প্রতি কোন দেশ তার প্রথম T-20 বিশ্বকাপ জিতেছে?
a. নিউজিল্যান্ড
b. পাকিস্তান
c. অস্ট্রেলিয়া
d. এর কোনটিই নয়
অস্ট্রেলিয়া
Q.6. সম্প্রতি উত্তর প্রদেশের প্রথম বেসরকারী খাতের প্রতিরক্ষা উৎপাদন সুবিধা কোথায় উদ্বোধন করা হয়েছে?
a. কানপুর
b. এলাহাবাদ
c. লখনউ
d. এর কোনটিই নয়
লখনউ
Q.7. সম্প্রতি বাচ্চাদের জুতাে ব্র্যান্ড ' Plaeto '-র ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে হয়েছেন?
a. রাহুল দ্রাবিড়
b. বিরাট কোহলি
c. যশপ্রীত বুমরাহ
d. এর কোনটিই নয়
রাহুল দ্রাবিড়
Q.৪. সম্প্রতি ভারত সিঙ্গাপুর এবং কোন দেশে ত্রিপাক্ষিক সামুদ্রিক মহড়া SITMEX-21 শুরু হয়েছে?
a. নিউজিল্যান্ড
b. পাকিস্তান
c. থাইল্যান্ড
d. এর কোনটিই নয়
থাইল্যান্ড
Q.9. সম্প্রতি নয়াদিল্লির ইনস্টিটিউট অফ ডিফেন্স স্টাডিজের নাম কার নামে রাখা হয়েছে?
a. অরুণ জেটলি
b. সুষমা স্বরাজ
c. মনােহর পরীকর
d. এর কোনটিই নয়
মনােহর পরীকর
Q.10. সম্প্রতি কোন রাজ্যের প্রতিষ্ঠা দিবস 15 নভেম্বর পালিত হয়েছে?
a. মহারাষ্ট্র
b. ঝাড়খন্ড
c. রাজস্থান
d. এর কোনটিই নয়
ঝাড়খন্ড