Daily Current Affairs In Bengali 18th- 20th November 2021
Daily Current Affairs In Bengali 18th- 20th November 2021 |
Q.1. সম্প্রতি কোন দেশ বিশ্বের প্রথম অলাভজনক শহব চালু করেছে?
a. রাশিয়া
b. জাপান
c. সৌদি আরব
d. এর কোনটিই নয়
সৌদি আরব
Q.2. সম্প্রতি ভােপালের হাবিবগঞ্জ রেলওয়ে স্টেশন'র নাম কার নামে রাখা হয়েছে?
a. কল্যাণ সিং
b. রানী কামলাপতি
c. সুষমা স্বরাজ
d. এর কোনটিই নয়
রানী কামলাপতি
Q.3. সম্প্রতি 44তম 'ওয়াঙ্গালা উৎসব কোথায় শুরু হয়েছে?
a. নাগাল্যান্ড
b.মেঘালয়
c. পশ্চিমবঙ্গ
d. এর কোনটিই নয়
মেঘালয়
Q.4. সম্প্রতি জাতীয় ক্রিকেট একাডেমির পরবর্তী প্রধান হিসেবে কাকে নিয়ােগ করা হয়েছে?
a. সুনীল গাওস্কর
b. অনিল কুম্বলের
c. ভি ভি এস লক্ষণ
d. এর কোনটিই নয়
ভি ভি এস লক্ষণ
Q.5. সম্প্রতি ব্রাজিলিয়ান গ্র্যান্ড প্রিক্স 2021 কে জিতেছে?
a. ভালটেরি বটটাস
b. ম্যাক্স ভার্স্ট্যাপেন
c. লুইস হ্যামিল্টন
d. এর কোনটিই নয়
লুইস হ্যামিল্টন
Q.6. সম্প্রতি কোন রাজ্যে চিরঞ্জীবী শিবির শুরু করা হয়েছে?
a. হরিয়ানা
b. রাজস্থান
c. মধ্যপ্রদেশ
d. এর কোনটিই নয়
রাজস্থান
Q.7. সম্প্রতি ভারতের প্রথম খাদ্য সুরক্ষা জাদুঘর কোথায় খােলা হয়েছিল?
a. ভােপাল
b. এলাহাবাদ
c. তাঞ্জাভুর
d. এর কোনটিই নয়
তাঞ্জাভুর
Q.8. সম্প্রতি দিল্লিতে হুনার হাটের 33 তম সংস্করণের উদ্বোধন কে করেছেন?
a. রামনাথ কোবিন্দ
b. নরেন্দ্র মােদী
c. মুখতার আব্বাস নকভি
d. এর কোনটিই নয়
মুখতার আব্বাস নকভি
Q.9. সম্প্রতি কোন রাজ্যে ভারতের প্রথম 'গ্রাস কনজারভেটরি' উদ্বোধন করা হয়েছে?
a. মহারাষ্ট্র
b. উত্তরাখণ্ড
c. রাজস্থান
d. এর কোনটিই নয়
উত্তরাখণ্ড
Q.10. সম্প্রতি কোন দেশ অ্যান্টার্কটিকায় 41 তম বৈজ্ঞানিক অভিযান শুরু করেছে?
a.রাশিয়া
b. জাপান
c. ভারত
d. এর কোনটিই নয়
ভারত
19 November 2021
Q.11. সম্প্রতি 'জাতীয় মৃগী দিবস কবে পালিত হয়েছে?
a. 16 নভেম্বর
b. 17 নভেম্বর
c. 15 নভেম্বর
d. এর কোনটিই নয়
17 নভেম্বর
Q.12. সম্প্রতি কোন রাজ্যের পােচাম্পলি গ্রামটি সেরা পর্যটন গ্রাম হিসাবে নির্বাচিত হয়েছে?
a. তামিলনাডু
b. তেলেঙ্গানা
c. অন্ধ্র প্রদেশ
d. এর কোনটিই নয়
তেলেঙ্গানা
Q.13. সম্প্রতি কোন ব্যাংক 'Mooh Band Rakho' প্রচারণার দ্বিতীয় সংস্করণ চালু করেছে?
a. ICICI Bank
b. IDBI Bank
c. HDFC Bank
d. এর কোনটিই নয়
HDFC Bank
Q.14. সম্প্রতি ভারতীয় রেল প্রথম 'পড হােটেল' কোথায় উদ্বোধন করেছে ?
a. মুম্বাই
b. নয়াদিল্লি
c. পাটনা
d. এর কোনটিই নয়
মুম্বাই
Q.15. সম্প্রতি দিল্লিতে TRIFED আদি মহােৎসবের উদ্বোধন কে করেছেন?
a. রামনাথ কোবিন্দ
b. নরেন্দ্র মােদী
c. অর্জুন মুন্ডা
d. এর কোনটিই নয়
অর্জুন মুন্ডা
Q.16. সম্প্রতি ADB এবং কে' WePOWER ইন্ডিয়া পার্টনারশিপ ফোরাম চালু করেছে?
a. NDB
b. World Bank
c. WHO
d. এর কোনটিই নয়
World Bank
Q.17. সম্প্রতি কেন্দ্র কোন রাজ্যের জন্য নতুন রাজ্য সৈনিক বাের্ড অনুমােদন করেছে?
a. মহারাষ্ট্র
b. লাদাখ
c. রাজস্থান
d. এর কোনটিই নয়
লাদাখ
Q.18. সম্প্রতি IFFI 2021-এ কোন ভাষার চলচ্চিত্র কুঝাঙ্গল কে পর্দায় সম্প্রচারিত করা হয়েছে?
a. তেলেগু
b. তামিল
c. কন্নড়
d. এর কোনটিই নয়
তামিল
Q.19. সম্প্রতি ICC ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসাবে কাকে নিয়ােগ করা হয়েছে?
a. এমএস ধােনি
b. অনিল কুম্বলে
c. সৌরভ গাঙ্গুলী
d. এর কোনটিই নয়
সৌরভ গাঙ্গুলী
Q.20. সম্প্রতি কোন রাজ্য সরকার দুয়ারে রেশন (Ration at home) প্রকল্প শুরু করেছে?
a. অরুণাচল প্রদেশ
b. পশ্চিমবঙ্গ
c. হিমাচল প্রদেশ
d. এর কোনটিই নয়
পশ্চিমবঙ্গ
20 November 2021
Q.21. সম্প্রতি 'জাতীয় নেচারােপ্যাথি দিবস' কবে পালিত হয়েছে?
a. 17 নভেম্বর
b. 18 নভেম্বর
c. 16 নভেম্বর
d. এর কোনটিই নয়
18 নভেম্বর
Q.22. সম্প্রতি কোন রাজ্য সরকার সালমান খানকে কোভিড ভ্যাকসিন অ্যাম্বাসেডর হিসাবে নিয়ােগ কবেছে?
a. তামিলনাড়ু
b.মহারাষ্ট্র
c. অন্ধ্র প্রদেশ
d. এর কোনটিই নয়
মহারাষ্ট্র
Q.23. সম্প্রতি কোন দেশ ভারতকে 'S-400 এয়ার ডিফেন্স সিস্টেম সরবরাহ শুরু করেছে?
a. আমেরিকা
b. ফ্রান্স
c. রাশিয়া
d. এর কোনটিই নয়
রাশিয়া
Q.24. সম্প্রতি কর্ণাটক সরকার কোন প্রয়াত অভিনেতাকে মরণােত্তর 'কর্ণাটক রত্ন পুরষ্কার দিয়েছে?
a. সঞ্চারী বিজয়
b. পুনীত রাজকুমার
c. সঞ্জয় কিশাের
d. এর কোনটিই নয়
পুনীত রাজকুমার
Q.25. সম্প্রতি কোন ভারতীয় রাজ্যে ভগবান বিরসা মুন্ডা স্মৃতি উদ্যান এবং স্বাধীনতা সংগ্রামী জাদুঘবের উদ্বোধন করা হয়েছে?
a. অরুণাচল প্রদেশ
b. ঝাড়খন্ড
c. হিমাচল প্রদেশ
d. এর কোনটিই নয়
ঝাড়খন্ড
Q.26. সম্প্রতি UNESCO-র নির্বাহী বাের্ডের 2021-25 মেয়াদে কোন দেশ পুনরায় নির্বাচিত হয়েছে?
a. ভারত
b. নেপাল
c. শ্রীলঙ্কা
d. এর কোনটিই নয়
ভারত
Q.27. সম্প্রতি ফার্মাসিউটিক্যালস সেক্টরের প্রথম বৈশ্বিক উদ্ভাবন শীর্ষ সম্মেলনের উদ্বোধন কে কবেছেন?
a. রামনাথ কোবিন্দ
b.অমিত শাহ
c. নরেন্দ্র মােদী
d. এর কোনটিই নয়
নরেন্দ্র মােদী
Q.28. সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী কেন্দ্র কর্তৃক আরও 135টি নতুন রূপান্তরিত বিদ্যালয়ের উদ্বোধন করেছেন?
a. মহারাষ্ট্র
b. ওডিশা
c. রাজস্থান
d. এর কোনটিই নয়
ওডিশা
Q.29. সম্প্রতি কোন মন্ত্রক Tech NEEV@75 উদ্বোধন করেছে?
a. অর্থ মন্ত্রণালয়
b. তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়
c. বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়
d. এর কোনটিই নয়
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়
Q.30. সম্প্রতি কোন রাজ্যে 'কালপতি রথ উৎসব পালিত হয়েছে?
a. কর্ণাটক
b.কেরালা
c. তামিলনাড়ু
d. এর কোনটিই নয়
কেরালা