Daily Current Affairs In Bengali 22nd November 2021
22 November 2021
Q.1. সম্প্রতি বিশ্ব শিশু দিবস কবে পালন করা হয়েছে?
a.17 নভেম্বর
b. 20 নভেম্বর
c. 19 নভেম্বর
d. এর কোনটিই নয়
20 নভেম্বর
Q.2. সম্প্রতি বিশ্বব্যাংকের রিপাের্ট অনুযায়ী বিশ্বের বৃহত্তম রেমিটেন্স প্রাপক কে হয়েছে?
a. চীন
b. ভারত
c. মেক্সিকো
d. এর কোনটিই নয়
ভারত
Q.3. সম্প্রতি কোন দেশ সফলভাবে উপগ্রহ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র 'DA-ASAT' পরীক্ষা করেছে?
a. চীন
b. জাপান
c. রাশিয়া
d. এর কোনটিই নয়
রাশিয়া
Q.4. সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী শিশুদের জন্য শিশু নীতি 2021 চালু করেছেন?
a. ওডিশা
b. জম্মু ও কাশ্মীর
c. তামিলনাড়ু
d. এর কোনটিই নয়
তামিলনাড়ু
Q.5. সম্প্রতি IDFC ফার্স্ট ব্যাংক FASTag ব্যবহার করে জ্বালানি প্রদানের জন্য কার সাথে অংশীদারিত্ব করেছে?
a. BPCL
b. HPCL
c. IOCL
d. এর কোনটিই নয়
HPCL
Q.6. সম্প্রতি BRO বিশ্বের সর্বোচ্চ মােটরযােগ্য রাস্তা কোথায় তৈরি করেছে?
a. সিকিম
b. জম্মু ও কাশ্মীর
c. লাদাখ
d. এর কোনটিই নয়
লাদাখ
Q.7. সম্প্রতি বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক MRI সুবিধার উদ্বোধন কে করেছেন?
a. নরেন্দ্র মােদী
b. অমিত শাহ
c. ডঃ জিতেন্দ্র সিং
d. এর কোনটিই নয়
ডঃ জিতেন্দ্র সিং
Q.8. সম্প্রতি ভারতের প্রথম 3D চক্ষু সার্জারি সুবিধা কোথায় উদ্বোধন করা হয়েছে?
a. ভুবনেশ্বর
b.চেন্নাই
c. মুম্বাই
d. এর কোনটিই নয়
চেন্নাই
Q.9. সম্প্রতি অনুষ্ঠিত এশিয়ান তীরন্দাজি চ্যাম্পিয়নশিপে ভারত কতগুলি পদক জিতেছে?
a. পাঁচ
b. চার
c. সাত
d. এর কোনটিই নয়
সাত
Q.10. সম্প্রতি কে 'শ্রীমাদ্রামায়ানম' বইটি প্রকাশ করেছে?
a. রাজনাথ সিং
b. এম বেঙ্কাইয়া নাইডু
c. পীযূষ গােয়েল
d. এর কোনটিই নয়
এম বেঙ্কাইয়া নাইডু