Daily Current Affairs In Bengali 28th - 31st October 2021

Daily Current Affairs In Bengali 28th - 31st October 2021

Daily Current Affairs In Bengali 28th - 31st October 2021
Daily Current Affairs In Bengali 28th - 31st October 2021

28 October 2021


Q.1. সম্প্রতি 'সচেতনতা জাগরণ সপ্তাহ' কবে পালিত হয়েছে?


a. 25 অক্টোবর

b. 26 অক্টোবর 

c. 24 অক্টোবর 

d. এর কোনটিই নয় 


 26 অক্টোবর 


Q.2. সম্প্রতি বিশ্ব অডিও ভিজুয়াল হেরিটেজ দিবস' কবে পালিত হয়েছে?


a. 26 অক্টোবর 

b.27 অক্টোবর

c. 24 অক্টোবর

d. এর কোনটিই নয়


27 অক্টোবর


Q.3. সম্প্রতি কোন দেশ ঘােষণা করেছে যে তারা 2060 সালের মধ্যে কার্বন নির্গমন কে শূন্য করার লক্ষ পূর্ণ করতে পারবে?  


a. অস্ট্রেলিয়া

b. সৌদি আরব 

c. দক্ষিণ আফ্রিকা

d. এর কোনটিই নয়


 সৌদি আরব 


Q.4. সম্প্রতি 67 তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে চতুর্থবাবের মতাে সেরা অভিনেত্রীর শিরােপা জিতেছেন কে?


a. কঙ্গনা রানাউত

b. ধনুষ

c. মনােজ বাজপেয়ী

d. এর কোনটিই নয়


কঙ্গনা রানাউত


Q.5. সম্প্রতি কোন নতুন দল IPL-এ যােগ দিয়েছে?


a. আহমদাবাদ

b. লখনউ

c. উপরের উভয়ই

d. এর কোনটিই নয়


উপরের উভয়ই


Q.6. সম্প্রতি ভারতের প্রথম রাজ্য বন্যপ্রাণী DNA পরীক্ষার বিশ্লেষণ পরীক্ষাগার কোথায় উদ্বোধন করা হয়েছে?


a. ভােপাল

b. জয়পুর

c. নাগপুর 

d. এর কোনটিই নয়


নাগপুর 


Q.7. সম্প্রতি শিক্ষার স্তর বাড়াতে কোন রাজ্য বিনামূল্যে শিক্ষা প্রকল্প ঘােষণা করেছে? 


a. উত্তর প্রদেশ

b. হরিয়ানা

c. উপরের উভয়ই

d. এর কোনটিই নয়


উপরের উভয়ই


Q.8. সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদী কোথা থেকে 'প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত স্বাস্থ্য পরিকাঠামাে মিশন শুরু করেছেন? 


a. বারানসী 

b. বালিয়া

c. লখনউ

d. এর কোনটিই নয়


বারানসী 


Q.9. সম্প্রতি কোন দেশ একটি নতুন শিক্ষা আইন পাস করেছে?


a. ইতালি 

b. ফ্রান্স 

c. চীন

d. এর কোনটিই নয়


চীন


Q.10. সম্প্রতি ভারতের প্রথম ভয়েস ভিত্তিক সােশ্যাল মিডিয়া অ্যাপ Hoote কে চালু করেছে?


a. অমিতাভ বচ্চন

b. পঙ্কজ ত্রিপাঠী

c. রজনীকান্ত

d. এর কোনটিই নয়


 রজনীকান্ত


29 October 2021


Q.11. সম্প্রতি বিশ্বের বৃহত্তম ক্রিকেট ব্যাট কে উন্মােচন কবেছে? 


a. দিল্লি ক্রিকেট অ্যাসােসিয়েশন

b. হায়দ্রাবাদ ক্রিকেট এসােসিয়েশন

c. মুম্বাই ক্রিকেট এসােসিয়েশন

d. এর কোনটিই নয়


হায়দ্রাবাদ ক্রিকেট এসােসিয়েশন


Q.12. সম্প্রতি কোন শহর 'City with most sustainable transport system' পুরষ্কার জিতেছে? 


a. পুনে

b. কোচি

c. চেন্নাই

d. এর কোনটিই নয়


কোচি


Q.13. সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি শাভকাত মিলিয়োয়েভ দ্বিতীয় বারের জন্য নির্বাচিত হয়েছেন?


a. কাজাখস্তান 

b. উজবেকিস্তান

c. তাজিকিস্তান

d. এর কোনটিই নয়


উজবেকিস্তান


Q.14. সম্প্রতি কোন রাজ্য 'Most Film Friendly State' পুরষ্কার পেয়েছে?


a. কেরালা 

b. মহারাষ্ট্র

c. সিকিম

d. এর কোনটিই নয়


সিকিম


Q.15. সম্প্রতি কোন ব্যাংক পেমেন্ট সতর্কতার জন্য QR সাউন্ড বক্স চালু করেছে? 


a. Fino Payment Bank 

b. AU Small Finance Bank 

c. India Post Payment 

d. এর কোনটিই নয়


AU Small Finance Bank 


Q.16. সম্প্রতি 2022 সালের জােসেফ এ কুশম্যান পুরস্কারের জন্য কে নির্বাচিত হয়েছেন?  


a. চেতন ভগত

b. ডাঃ রাজীব নিগম

c. অমিতাভ ঘােষ

d. এর কোনটিই নয়


ডাঃ রাজীব নিগম


Q.17. সম্প্রতি 34টি শিশুবান্ধব থানা কোথায় স্থাপন করা হবে?


a. ওডিশা

b. রাজস্থান 

c. মহারাষ্ট্র

d. এর কোনটিই নয়


ওডিশা


Q.18. সম্প্রতি ভারতীয় বংশােদ্ভূত অনিতা আনন্দকে কোন দেশের নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসাবে নিয়ােগ করা হয়েছে?


a. ইতালি 

b. ফ্রান্স 

c. কানাডা 

d. এর কোনটিই নয়


কানাডা 


Q.19. সম্প্রতি কে 'অমৃত মহােৎসব পডকাস্ট' চালু করেছে?


a. নরেন্দ্র মােদী

b. জি কে রেড্ডি 

c. রাজনাথ সিং

d. এর কোনটিই নয়


জি কে রেড্ডি 


Q.20. সম্প্রতি আইচার মােটরসের MD হিসাবে কাকে নিয়ােগ করা হয়েছে?


a. অজিত যােশী

b. পঙ্কজ মিত্তল

c. সিদ্ধার্থ লাল

d. এর কোনটিই নয়


সিদ্ধার্থ লাল


30 October 2021


Q.21. সম্প্রতি 'আন্তর্জাতিক অ্যানিমেশন দিবস' কবে পালিত হয়েছে?


a. 27 অক্টোবর

b. 28 অক্টোবর

c. 26 অক্টোবর

d. এর কোনটিই নয়


28 অক্টোবর


Q.22. সম্প্রতি কোন দেশ তার প্রথম Gender X পাসপাের্ট জারি করেছে?


a. অস্ট্রেলিয়া

b. আমেরিকা

c. জাপান

d. এর কোনটিই নয়


আমেরিকা


Q.23. সম্প্রতি রাজ্যের কোন মুখ্যমন্ত্রী 'ইলাম থেডি কালভি' (Education at the doorstep) প্রকল্প চালু করেছেন?


a. ওডিশা 

b. তামিলনাড়ু

c. কর্ণাটক

d. এর কোনটিই নয়


তামিলনাড়ু


Q.24. সম্প্রতি কোন মন্ত্রক জাতীয় স্তবের সচেতনতা কর্মসূচি 'সম্ভব'  চালু করেছে?


a. শিক্ষা মন্ত্রণালয়

b. স্বাস্থ্য মন্ত্রণালয়

c. MSME মন্ত্রণালয়

d. এর কোনটিই নয়


MSME মন্ত্রণালয়


Q.25. সম্প্রতি অগ্নি-5 ক্ষেপণাস্ত্রটি সফলভাবে কে পরীক্ষা করেছে?


a. DRDO 

b. ISRO 

c. Indian Air Force 

d, এর কোনটিই নয়


DRDO 


Q.26. সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের(UAE)শারজাহ থেকে শ্রীনগর পর্যন্ত সরাসরি ফ্লাইট শুরু করা প্রথম বিমান সংস্থা কোনটি?


a. Go First 

b. Go Air 

c. Air India 

d. এর কোনটিই নয়


Go First 


Q.27. সম্প্রতি কোন দেশ সিরাকিউজ 4A একটি সামরিক যােগাযােগ উপগ্রহ উৎক্ষেপণ করেছে?  


a. ইতালি

b. কানাডা

c. ফ্রান্স 

d. এর কোনটিই নয়


ফ্রান্স 


Q.28. সম্প্রতি কে গ্রিন ডে এহেড মার্কেট চালু করেছে?


a. নরেন্দ্র মোদী 

b. আর কে সিং

c. রাজনাথ সিং 

d, এর কোনটিই নয়


আর কে সিং


Q.29. সম্প্রতি নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি ভারতের বৃহত্তম গ্রীন হাইড্রোজেন উত্পাদন কারখানা তৈরি করবে?


a. ONGC 

b. NTPC 

c. GAIL 

d. এর কোনটিই নয়


GAIL


Q.30. সম্প্রতি কোন শহরে জাতীয় উপজাতি নৃত্য উৎসব আয়ােজন করা হবে?


a. পুনে 

b. রায়পুর  

c. ভুবনেশ্বর 

d. এর কোনটিই নয়


রায়পুর  


31 October 2021 


Q.31. সম্প্রতি 'আন্তর্জাতিক ইন্টারনেট দিবস কবে পালিত হয়েছে?


a. 28 অক্টোবর 

b. 29 অক্টোবর 

c. 27 অক্টোবর

d. এর কোনটিই নয়


29 অক্টোবর 


Q.32. সম্প্রতি ভারতীয় নৌবাহিনীর স্টেথ ফ্রিগেট তুশিল কোথায় লঞ্চ করা হয়েছে? 


a. অস্ট্রেলিয়া

b. রাশিয়া

c. জাপান

d. এর কোনটিই নয় 


রাশিয়া


Q.33. সম্প্রতি ভারতের বৃহত্তম সুগন্ধি উদ্যানটি কোথায় স্থাপন করা হয়েছে?


a. উত্তরাখণ্ড

b. মহারাষ্ট্র

c. কর্ণাটক

d. এর কোনটিই নয়


উত্তরাখণ্ড


Q.34. সম্প্রতি কোন দেশের নেতৃত্বে 18তম ASEAN ভারত শীর্ষ সম্মেলনের আয়ােজন করা হয়েছিল?


a. নেপাল  

b. বাংলাদেশ

c. ব্রুনেই

d. এর কোনটিই নয়


ব্রুনেই


Q.35. সম্প্রতি ইউরোপের দরিদ্রতম দেশ কোনটি?


a. বসনিয়া ও হার্জেগােভিনা

b. আলবানি

c. সাবিয়া

d. এর কোনটিই নয়


 বসনিয়া ও হার্জেগােভিনা


Q.36. সম্প্রতি দুইদিন ব্যাপী 'অ্যাপল ফেস্টিভ্যাল 2021' কোথায় উদ্বোধন করা হয়েছে? 


a. জম্মু কাশ্মীর 

b. লাদাখ

c. হিমাচল প্রদেশ

d. এর কোনটিই নয়


জম্মু কাশ্মীর 


Q.37. সম্প্রতি The Changing Wealth of Nations 2021 রিপাের্ট প্রকাশ কে করেছে?


a. NDB 

b. ADB 

c. World Bank 

d. এর কোনটিই নয়


World Bank 


Q.38. সম্প্রতি কোথায় বিশ্বের প্রথম FIFA স্কুল প্রােগ্রাম চালু হয়েছে?


a. পাঞ্জাব

b. ওডিশা 

c. মহারাষ্ট্র

d, এর কোনটিই নয়


ওডিশা 


Q.39. সম্প্রতি  Edel Give Hurun India Philanthropy List 2021- এ  কে শীর্ষে রয়েছেন? 


a. শিব নাদার 

b. মুকেশ আম্বানি 

c. আজিম প্রেমজি

d. এর কোনটিই নয়


আজিম প্রেমজি


Q.40. সম্প্রতি সরকার RBI বর্তমান গভর্নরের মেয়াদ কত সময়ের জন্য বাড়িয়েছে? 


a. 4 বছর 

b. 3 বছর 

c. 2 বছর 

d. এর কোনটিই নয়

3 বছর



Daily Current Affairs In Bengali 27th October 2021

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.